ভ্যালেন্সিয়ার মাঠে লজ্জার হার বার্সার
২৬ জানুয়ারি ২০২০ ০৯:৩৫ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০ ০৯:৩৬
শনিবার (২৫ জানুয়ারি) কোপা দেল রে’র রাউন্ড অব-৩২’র ম্যাচে জয় পাওয়া দল থেকে ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার দলে আসে সাতটি পরিবর্তন। ফিরলেন লিওনেল মেসি সঙ্গে গোল পোস্টের নিচে মার্ক আন্দ্রে-টের স্টেগান। আর সেই সঙ্গে জেরার্ড পিকে, স্যামুয়েল উমতিতি, জর্দি আলবা, আর্থার মেলো আর সার্জিও বুসকেটসও। অর্থাৎ পূর্ণ শক্তির দল নিয়েই ভ্যালেন্সিয়ার মাঠে খেলতে নামে বার্সেলোনা। তবে পূর্ন শক্তির দল নিয়েও দিন শেষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে কাতালানরা।
ভ্যালেন্সিয়ার মাঠে শেষ ২০০৭ সালে হেরেছিল বার্সেলোনা। এরপর একে একে কেটে গেছে ১৩ বছর, আর তারপরেই মাস্তেয়ায় এসেছে মেসিদের প্রথম হার। হারের পরেও যদিও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিওনেল মেসিরা। তবে এক ম্যাচ কম খেলেও সমান পয়েন্ট নিয়ে ঘাড়ে নি:শ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ঘরের মাঠে অপরাজিত রয়েছে ভ্যালেন্সিয়া। আর বার্সেলোনার বিপক্ষে জয় দিয়ে সেই রেকর্ডও ধরে রাখলো তারা। নতুন কোচ সেতিয়েনের অধীনে এটি ছিলো বার্সেলোনার তৃতীয় ম্যাচ আর এই ম্যাচেই সেতিয়েন দেখলেন নিজের প্রথম হার।
ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় ভ্যালেন্সিয়া। স্বাগতিক ডিফেন্ডার হোসে গায়াকে ডি বক্সের ভেতরে ফেলে দেন জেরার্ড পিকে। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু সে সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হয় ভ্যালেন্সিয়া। দলের উরুগুইয়ান স্ট্রাইকার ম্যাক্সি গোমেজ পেনাল্টি থেকে গোল আদায় করতে ব্যর্থ হন।
প্রথমার্ধে দুই দলই গোল দিতে ব্যর্থ হন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ম্যাচের ৪৮ মিনিটে ম্যাক্সি গোমেজের দুর্দান্ত এক শট বার্সা ফুটবলার জর্দি আলবার গায়ে লেগে জালে জড়ায়। এরপর ৭৭ মিনিটে মেসিদের জালে দ্বিতীয় গোলটি দেয় ভ্যালেন্সিয়া। ফেরান তোরেসের অ্যাসিস্ট থেকে গোল দেন ম্যাক্সি গোমেজ। এরপর বাকি সময় আর কোনো গোল হয়নি। ফলে ২-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভ্যালেন্সিয়া।
২১ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে বার্সা শীর্ষে অবস্থান করলেও তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্টও বার্সার সমান ৪৩। অন্যদিকে এ ম্যাচ জিতে ২১ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এলো ভ্যালেন্সিয়া।
কিকে সেতিয়েন বার্সেলোনা বনাম ভ্যালেন্সিয়া লিওনেল মেসি স্প্যানিশ লা লিগা