Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ নিয়ে ভারতকে হুমকি পাকিস্তানের


২৫ জানুয়ারি ২০২০ ১৪:৫৫ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৫:২০

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশ। তিন ভাগে আয়োজিত এই সিরিজকে ঘিরে গুঞ্জন চলেছে বেশ জোরেশোরেই। যার ভেতর সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে এশিয়া কাপ আয়োজকের দায়িত্ব পাওয়া নিয়ে। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সম্প্রতি উড়িয়ে দিয়েছে সেই গুঞ্জন।

রব উঠেছিলো এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের শর্তেই নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান সিরিজের জন্য রাজী হয়েছে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে বিসিবির সাথে তাদের এ ধরনের কোনো চুক্তিই হয়নি। ঘরের মাঠে আসন্ন এশিয়া কাপ আয়োজনে বদ্ধ পরিকর দেশটি।

বিজ্ঞাপন

পাকিস্তানে এশিয়া কাপের আয়োজনে কোনো দেশেরই সমস্যা নেই। কিন্তু বিপত্তি বাঁধিয়ে রেখেছে ভারত। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে পাকিস্তানের মাটিতে তারা কোনো খেলায় অংশ নেবে না।

ভারতের কথা চিন্তা করে দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যুর ব্যবস্থার কথাও সুপারিশ করেছিলো পাকিস্তান। কিন্তু ভারতের সেখানেও সমস্যা। শেষমেশ বাধ্য হয়েই ভারতকে এক প্রকারে হুমকিই দিয়ে বসলো পাকিস্তান।

ভারত যদি আসন্ন এশিয়া কাপে অংশ না নেয় তবে পাকিস্তান ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বলে জানিয়েছে পিসিবি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘আপাতত আমরা দু’টি ভেন্যুতে এশিয়া কাপ আয়োজনের কথা ভাবছি। ভারত যদি তারপরও রাজি না হয় তাহলে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতেও যাবো না আমরা।’

আইসিসির সূচী অনুযায়ী, চলতি বছর সেপ্টেম্বরে পাকিস্তানে এশিয়া কাপের এবারের আসর বসার কথা। কিন্তু ভারত নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ থাকায় গুঞ্জন ওঠে বাংলাদেশে বসতে যাচ্ছে আসন্ন এশিয়া কাপের আসরটি।

বিজ্ঞাপন

এশিয়া কাপ ২০২০ পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ-পাকিস্তান সিরিজ ভারত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআিই)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর