Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপার লড়াইয়ে মাঠে নামছে ফিলিস্তিন-বুরুন্ডি


২৫ জানুয়ারি ২০২০ ১২:৫৪ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১৩:৫৪

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে শনিবার (২৫ জানুয়ারি) বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিনের বিপক্ষে প্রথমবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে বুরুন্ডি। বাংলাদেশ সময় বিকেল ৫ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এই ফাইনাল দিয়ে পর্দা নামতে যাচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ৬ষ্ঠ আসরের। গেল পাঁচ আসরে একের বেশি শিরোপা জিততে পেরেছে কেবল মালয়েশিয়া। এবারের আসরে তাদের সাথে নাম লেখানোর সম্ভাবনা দেখা দিয়েছে ফিলিস্তিনের সামনে। আর তাই তো বর্তমান চ্যাম্পিয়নরা মুখিয়ে আছে শিরোপা ধরে রাখতে।

বিজ্ঞাপন

অপরদিকে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে বুরুন্ডি। দুর্দান্ত আক্রমণভাগ নিয়ে আসরের শুরু থেকেই আলোচনায় দলটি। দলের সাম্প্রতিক পারফরম্যান্সে আস্থা রেখে প্রথম শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী দলের সকলেই।

ফিফা র‍্যাংকিংয়ে  বুরুন্ডির চেয়ে ৫০ ধাপ এগিয়ে আছে ফিলিস্তিন। যদিও এই টুর্নামেন্টে ফিলিস্তিনের চেয়ে ভালো খেলা উপহার দিয়েছে আফ্রিকান এই দলটি।

এখন দেখার বিষয় কি হবে আজকের এই ম্যাচে। ফিলিস্তিন কি পারবে শিরোপা ধরে রাখতে? না প্রথমবার শিরোপা জিতে ইতিহাস রচনা করবে বুরুন্ডি?

ফাইনাল ম্যাচ বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর