Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হালান্ডের জোড়া গোলে ডর্টমুন্ডের বড় জয়


২৫ জানুয়ারি ২০২০ ০৯:৫৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০ ১০:১১

বরুশিয়া ডর্টমুন্ডে এসে আর্লিং হালান্ড যেন গোল বন্যা বইয়ে দিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম ম্যাচে করেছিলেন দুর্দান্ত এক হ্যাট্রিক। শুক্রবার (২৪ জানুয়ারি) বুন্দেসলিগায় কোণের বিপক্ষে তাঁর জোড়া গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক ডর্টমুন্ড।

ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে ডর্টমুন্ড। ম্যাচের প্রথম মিনিটেই সানচোর দুর্দান্ত এক অ্যাসিস্টে দলকে প্রথম লিড এনে দেন রাফায়েল গুরেইরো।

বিজ্ঞাপন

২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কো রিউস। ম্যাট হামেলসের বাড়িয়ে দেয়া পাস জালে জড়াতে বিন্দু মাত্র বিলম্ব করেননি এই জার্মান ফরোয়ার্ড।

বিরতি থেকে ফিরেই দলকে আবার এগিয়ে দেন সানচো। মার্কো রিউসের সাহায্যে দলের স্কোরশিটে তৃতীয় গোল যোগ করেন এই ইংলিশ মিডফিল্ডার।

৬৪ তম মিনিটে একটি গোল শোধ করে সফরকারীরা।

এরপরই শুরু হয় হালান্ডের তান্ডব। ৭৭ এবং ৮৭ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে দুইবার বল জড়িয়ে বসেন ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। এতে করে ৫-১ গোলের বড় জয় পায় ডর্টমুন্ড।

ডর্টমুন্ডের জার্সি গায়ে এযাবৎ হালান্ড খেলেছেন ৬১ মিনিট। গোল করেছেন ৫ টি। সেই সাথে রয়েছে একটি হ্যাট্রিকও।

আর্লিং হালান্ড জার্মান বুন্দেস লিগা বুরুশিয়া ডর্টমুন্ড

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর