Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতারণা মামলায় ফের বিতর্কে জড়ালেন আজহারউদ্দিন


২৩ জানুয়ারি ২০২০ ১৫:৫৪

আবারো বিতর্কে জড়ালেন ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং ভারতের বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ আজহারউদ্দিন। এবার তাঁর বিরুদ্ধে আনা হয়েছে প্রতারণার অভিযোগ। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে প্রায় ২১ লাখ রুপির (২৫ লাখ টাকা) প্রতারণা মামলা করেছে আওরঙ্গবাদের একটি ট্রাভেল এজেন্সি।

মহারাষ্ট্রের আওরঙ্গবাদের সেই ট্রাভেল এজেন্সির নাম দানিশ ট্যুর এন্ড ট্র্যাভেলস। এজেন্সিটির মালিক শাহাব মোহাম্মদ অভিযোগ করেন, আজহার এবং অন্য দুইজনের জন্য গত বছরের নভেম্বরে প্রায় ২১ লক্ষ রুপির বিমান টিকিট কেটে দিয়েছিলেন তিনি। আজহারউদ্দিনের ব্যক্তিগত সচিব মুজিব খানের অনুরোধে টিকিট কেটেছিলেন বলে জানান তিনি। টিকিটের অর্থ তাঁর কাছে চাওয়া হলে বারবার মুজিব প্রতিশ্রুতি দিচ্ছিলেন অনলাইনে পেমেন্ট করার। কিন্তু শাহাব টিকিটের মূল্য এখনও বুঝে পাননি।

বিজ্ঞাপন

ভারতীয় জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেয়া এক বিবৃতিতে শাহাব বলেন, “অনেক বছর ধরেই মুজিব খানকে চিনি। প্রায়ই তিনি আজহারউদ্দিনের জন্য বিমানের টিকিট কাটতে দিতেন। অতীতে কিন্তু এই ব্যাপারে কোনও সমস্যা হয়নি। এই বারে আজহারউদ্দিন ও আওয়াক্কালের ইউরোপে যাওয়ার জন্য দুটো টিকিট কাটতে বলা হয়েছিল। ৯ নভেম্বর এমিরেটস এয়ারলাইন্সে মুম্বাই থেকে দুবাই হয়ে প্যারিস গিয়েছিলেন তাঁরা। ১২ নভেম্বর দিল্লি হয়ে মুম্বাই ফেরেন তাঁরা। টিকিটের দাম পড়েছিল ২০ লক্ষ ৯৬ হাজার টাকা (রুপি)।”

তিনি আরও জানান, “আমাকে পরে এক ই-মেইলে বলা হয় যে, ক্রোয়েশিয়ান ন্যাশনাল ব্যাংক থেকে আমার অ্যাকাউন্টে সাড়ে ১০ লক্ষ টাকা (রুপি) ট্রান্সফার করা হয়েছে। কিন্তু তেমন কিছুই করা হয়নি। ক্রোয়েশিয়ান ন্যাশনাল ব্যাংকে আমি এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম। ওরা জবাবে জানায় যে, আমার অ্যাকাউন্টে কোনো টাকাই (রুপি) ট্রান্সফার করা হয়নি।”

বিজ্ঞাপন

তবে এই অভিযোগ সম্পুর্ণ অস্বীকার করেছেন সাবেক এই অধিনায়ক। শুধু তাই নয়, ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিও বার্তায় পাল্টা মানহানির মামলা করারও হুমকি দিয়েছেন তিনি।

আজহারউদ্দিন ভিডিও বার্তায় বলেন, ‘আওরঙ্গবাদে আমার বিরুদ্ধে করা মামলাটি সম্পূর্ণরূপে ভিত্তিহীন। আমি আমার আইনজীবীদের সাথে আলোচনা করে এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেব।’

আজহারউদ্দিন প্রতারণা মামলা

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর