অর্ধশতক পর বার্নলির ইউনাইটেড জয়
২৩ জানুয়ারি ২০২০ ১০:৩২
ইংলিশ প্রিমিয়ার লিগে অদ্ভুত এক মৌসুম কাটাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। বড় দলগুলোর বিপরীতে দুর্দান্ত খেললেও আটকে যাচ্ছে অপেক্ষাকৃত ছোট দলগুলোর কাছে এসে। এর ব্যতিক্রম হয়নি বুধবার (২২ জানুয়ারি) বার্নলির বিপক্ষের ম্যাচে। ওল্ড ট্রাফোর্ডে ২-০ গোলে হেরে গিয়েছে রেড ডেভিলরা। সেই সাথে ৫৭ বছর পর ম্যান ইউ’র মাটিতে জয় পেলো বার্নলি এফসি।
ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষকে ম্যাচের শুরু থেকেই চেপে ধরেছিলো রেড ডেভিলরা। খেলার প্রায় পুরোটা সময়জুড়েই বজার রেখেছিলো তাদের প্রতিপত্তি। প্রায় ৭৩ শতাংশ সময় বল রেখেছিলো নিজেদের পায়ে। সেই সাথে প্রতিপক্ষের গোলমুখে শট করেছিলো ২৪ বার যার ভেতর ৭টি ছিল লক্ষ্যে। কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে স্বাগতিকদের।
অধরা গোলের পেছনে ছুটতে ছুটতেই ৩৯ তম মিনিটে এসে বড়সড় হোঁচট খেয়ে বসে ওলে গানারের শীষ্যরা। ডি-বক্সের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন বার্নলির ফরোয়ার্ড ক্রিস উড।
১-০ তে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করে রেড ডেভিলরা। গোল মিসের হতাশার গ্লানি পুরোপুরি জেঁকে বসতে থাকে স্বাগতিকদের। হতাশার সাগরে ইউনাইটেডকে পুরোপুরি ডুবিয়ে দিয়ে গোল ব্যবধান বাড়ান রদ্রিগেজ। ৫৬ মিনিটের মাথায় দুর্দান্ত এক গোলে স্তব্ধ করে দেন পুরো ওল্ড ট্রাফোর্ড।
সেই সাথে নিশ্চিত করেন ৫৭ বছর পর ইউনাইটেডের মাঠে দলের জয়।
২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম অবস্থানে রয়েছে ম্যান ইউ। অপরদিকে টানা দ্বিতীয় জয়ে ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বার্নলি।
৫৭ বছর পর জয় ইংলিশ প্রিমিয়ার লিগ বার্নলি ম্যানচেস্টার ইউনাইটেড