Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই সাকিব এখন টাইগারদের সবচেয়ে বড় ফ্যান


২২ জানুয়ারি ২০২০ ১৯:৩৩

সাকিব আল হাসানকে বলা হয়ে থাকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন। ১৬ কোটি মানুষের ছোট্ট এই ব-দ্বীপের অগণিত ভক্ত তার ব্যাটে বলেই বুঁদ হয়ে থাকে। ভাগ্যের নির্মম পরিহাসে সেই সাকিবই এখন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান বনে গেছেন। আইসিসির এক বছরের নিষেধাজ্ঞার খড়গে পড়ে দেশের হয়ে খেলতে পারছেন না সত্যি কিন্তু সতীর্থদের খেলা দেখছেন টস থেকে ম্যাচের একেবারে শেষ বলটি পর্যন্ত।

না, কোন সংবাদমাধ্যমকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেননি। ইউনিলিভার তাকে নিয়ে একটি অডিও ভিজ্যুয়াল নির্মাণ করেছে। যেখানে সাকিব নিজেই কথাগুলো বলেছেন।

বিজ্ঞাপন

‘আমি সাকিব আল হাসান। এ ২২ গজই আমার ঠিকানা। কঠিন সময় যাচ্ছে। কিন্তু ফিরব আরও কঠিন হয়ে। চেষ্টা করে চলেছি রাত-দিন আবিরাম। লাল-সবুজ গায়ে মাঠে ফিরতে। আর এ কয়দিন ১১ জনের দলে না থাকলেও আছি টাইগারদের সাথেই সবচেয়ে বড় ফ্যান হয়ে। মনে একটাই স্লোগান খেলবে টাইগার, জিতবে টাইগার। সাথে আছেন তো?’

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীর ডেইলি স্টার ভবনে অডিও ভিজ্যুয়ালটি সংবাদ মাধ্যমের জন্য উন্মুক্ত করে ইউনিলিভার।

সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর