বুরুন্ডিকে হারিয়ে ফাইনালে যেতে আত্মবিশ্বাসী বাংলাদেশ
২২ জানুয়ারি ২০২০ ১৯:১৭ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০ ১৯:১৮
ঢাকা: রাত পোহালেই বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমির দামামা বাজবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এসএ গেমসে ব্যর্থতার পর ছয় জাতির এই টুর্নামেন্টকে উদযাপনের উপলক্ষ্য হিসেবে আশা ব্যক্ত করা জামাল ভূঁইয়াদের জন্য আরেকটা ফাইনালের হাতছানি। তবে র্যাংকিংয়ে যোজন এগিয়ে থাকা বুরুন্ডিকে হারাতে হবে জেমি ডের বাহিনীকে। কাজটা সহজ হবে না। তবে লঙ্কানদের হারিয়ে আত্মবিশ্বাস নেয়াকে পুঁজি করেই আফ্রিকান ন্যাশনস কাপে এবার অভিষিক্ত হওয়া বুরুন্ডিকে হারিয়ে ফাইনালে যেতে চায় বাংলাদেশ।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল ৫টায় (২৩ জানুয়ারি) টুর্নামেন্টর দ্বিতীয় সেমি ফাইনালে বুরুন্ডিকে আতিথ্য দিবে বাংলাদেশ।
একদিন অনুশীলন না করেও টুর্নামেন্টে অভিষেকেই মরিশাসকে ৪-১ এর বিশাল ব্যবধানে হারিয়ে মিশন শুরু করেছিল বুরুন্ডি। দ্বিতীয় ম্যাচেও সিশেইলসকে তারা হারিয়েছে ৩-১’র বড় ব্যবধানে। ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে জায়গা করে নিয়েছে মধ্য আফ্রিকার দেশটি। অন্য দিকে ফিলিস্তিনের কাছে ২-০ ব্যবধানে হেরে মিশন শুরু করে শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হারিয়ে ‘এ’ গ্রুপের রানার্স আপ হয়ে শেষ চার নিশ্চিত করেছে আয়োজকরা।
ফিফা র্যাংকিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বুরুন্ডি (১৫১) এই টুর্নামেন্টে সবচেয়ে ভয়ংকর রূপ দেখিয়েছে। শারীরিক ও ট্যাকনিক্যাল যোগ্যতার বিচারে এগিয়ে থাকা বুরুন্ডিকে আটকে দিতে আত্মবিশ্বাসী জেমি ডে, ‘আমরা শেষ ম্যাচে ভাল করেছি। সেমিতে বুরুন্ডির ম্যাচ কঠিন হবে। তারা আক্রমণাত্মক খেলে থাকে। শারীরিকভাবেও শক্তিশালী অনেক। তাই আমাদের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে হবে।’
দুই ম্যাচে সাত গোল করে আক্রমণভাগ দিয়ে ভয় পাইয়ে দিয়েছে বুরুন্ডি। অভিজ্ঞ তপু বর্মণের অবর্তমানে রক্ষণভাগকে কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করেন এই ইংলিশ কোচ, ‘ডিফেন্ডাররা জানে তাদের কি করতে হবে। তাদের ক্লিনশিট রাখতে কি কি করতে হবে তারা জানে। কাভার করা থেকে শুরু করে অর্গানাইজ থাকতে হবে তাদের।’
লঙ্কান ম্যাচে লাল কার্ড দেখায় সেমিতে তপুকে পাচ্ছে না বাংলাদেশ। পরিক্ষীত ইয়াসিন ও টুটুল বাদশাও নেই দলে। তাই তপুর জায়গায় সুযোগ পেতে পারে ডিফেন্ডার মনজুরুর রহমান মানিক বা সুশান্ত ত্রিপুরা। একাদশে সুযোগ পাচ্ছেন কে সেটা এখনই বলতে চান না জেমি, ‘দলের ডিফেন্সে যারা আছে তারা তপুর অবর্তমানে যে কেউ খেলতে পারে। তারা তাদের দায়িত্বটা জানে।’
বুরুন্ডির বিপক্ষে দেশের আক্রমণভাগে পরিবর্তন হবে না আভাস পাওয়া যাচ্ছে। মতিন-সুফিল-সাদ-ইব্রাহিমের উপর এই ম্যাচে ভরসা রাখতে চান কোচ। সঙ্গে মাঝমাঠে চোট সেরে ফিরছেন জামাল ভূঁইয়া। সোহেলের পাশাপাশি মাঝমাঠে আগের ম্যাচে অভিষেক হওয়া মানিক থাকতে পারেন।
বুরুন্ডির দুর্বলতা নিয়ে কাজ করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচেই গোল হজম করেছে দলটি। তাদের রক্ষণের সুযোগ কাজে লাগাতে হবে মতিনদের মনে করেন জেমি, ‘বুরুন্ডি দুটো ম্যাচেই প্রথমে গোল খেয়েছে। এবং দারুণভাবে ব্যাক করেছে। তাদের দুর্বলতা নিয়ে কাজ করছি। আগামিকাল আমরা সেটা কাজে লাগিয়ে গোল করতে চাই। জয় পেতে চাই।’
চোট সেরে মাঠে ফেরা জামাল ভূঁইয়ার চোখ ফাইনালে, ‘জেমি বলেছে শেষ ম্যাচটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। পরের ম্যাচটা ভিন্ন হবে। বুরুন্ডির আক্রমণভাগ ভয়ংকর। তারা শ্রীলংকা না। সহজ ম্যাচ হবে না। আশা করছি আগমিকাল আমরা জিতবো।’
জেমি: আমি জানি না বাংলাদেশ কোন মেজর টুর্নামেন্ট জিতেছে কিনা। আমাদের জন্য এই টুর্নামেন্ট জেতা আসলেই অনেক চমৎকার হবে। সবাই আসরে আসে জিততে। আমাদেরও তাই প্লান। আমরা গত ১৮ মাসে র্যাংকিংয়ের অনেক উপরের দলের সঙ্গে হেরেছি। জিতেছিও অনেক ম্যাচ। ছেলেরা ভাল খেলেছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবো সেমিতে পা রাখা বুরুন্ডিও তাদের জয়রথ ধরে রেখে ফাইনালে যেতে চায়। জানালেন বুরুন্ডির কোচ বুপফুবুসা জসলিন, ‘আয়োজক দল সবসময় এগিয়ে থাকে। তবে আমরা জানি বাংলাদেশ কি কৌশল নিয়ে মাঠে নামছে। আশা করি জয়ের ধারা অব্যাহত রাখতে পারবো আমরা।’
প্রথমবার শুধু ফাইনালে যেতে পেরেছিল বাংলাদেশ। এরপরে ৪ আসরে সেমি ফাইনালের ধাপ পেরুতে পারেনি লাল-সবুজরা। আরেকটা সুযোগ সামনে ফাইনালে যাওয়ার। সমর্থকদের আশা এবার সেই গ্যারো কাটবে বাংলাদেশের।