পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়লো টিম বাংলাদেশ
২২ জানুয়ারি ২০২০ ২০:০০
স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে দেশ ছেড়েছে টিম বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টায় লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সফরকারী বাংলাদেশ দল।
লাহোরে পৌঁছে ২৪ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি মাঠে গড়াবে তৃতীয় ও শেষ ম্যাচটি।
প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।