চোট সেরে সেমিতে খেলছেন জামাল ভূঁইয়া
২১ জানুয়ারি ২০২০ ১৯:৩৩ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৯:৩৬
ঢাকা: পায়ে চোটের কারণে দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি জামাল ভূঁইয়া। লঙ্কান ম্যাচে ডাগআউট থেকে দলকে অনুপ্রেরণা জুগিয়েছেন এই পোস্টার বয়। এরপর দ্রুত রিকোভারি করেছেন। এখন আবার মাঠে নামার জন্য উদগ্রেব হয়ে আছেন। ফিরছেন বুরুন্ডি ম্যাচে বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমি ফাইনালে।
আজও দলের সঙ্গে অনুশীলন করেছেন। সব ধরনের সেশনেই ছিলেন। নিজেকে প্রায় পুরোপুরি ফিট মনে করছেন জামাল ভূঁইয়া, ‘এখন ভালো আছি। আজকে প্রাকটিস করেছি। একটু হালকা পেইন আছে। কিন্তু ম্যাচ খেলতে পারবো আশা করি।’
বৃহস্পতিবার বুরুন্ডির সঙ্গে বাংলাদেশের সেমি ফাইনাল ম্যাচ আছে। প্রতিপক্ষকে ভালভাবেই পর্যবেক্ষণে রেখেছেন বলে জানালেন জামাল, ‘ওদের (বুরুন্ডি) আক্রমণদিক ভাল। বিশেষ করে ওদের অধিনায়ক জাসপিন যার ৪টা গোল আছে টুর্নামেন্টে সে ভাল। ওরা ফিজিক্যালিও আমাদের থেকে ভাল। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
র্যাংকিংয়ে ঢের এগিয়ে আছে বুরুন্ডি। ওদের ফিফা র্যাংকিং ১৫১। বাংলাদেশের ১৮৭। এসব মাথায় না নিয়ে নিজেদের মতো কৌশল সাজিয়ে মাঠে জয় তুলে নিতে চান ফুটবলাররা। এবার বুরুন্ডি অভিষেক টুর্নামেন্টেই দুই ম্যাচে সাত গোল করেছে। তাই আসল পরীক্ষাটা রক্ষণের হবে মনে করেন জামাল, ‘রক্ষণের বড় পরীক্ষা দিতে হবে। এমন সময়ে তপু নেই। তার বিকল্প ভাবছে কোচ। রায়হান, মানিক আর সুশান্ত আছে। কোচ ভেবে দেখছে কাকে সেখানে খেলাবে।’
সব মিলে আশার কথা হলো অধিনায়ক ফিরছেন ওই ম্যাচে। তবে গত ম্যাচে তার বদলে অভিষেক হয়েছিল চট্টগ্রাম আবাহনীর মানিক হোসেন মোল্লার। কোচের সুনজরেও আছেন মানিক প্রথম ম্যাচের পারফরম্যান্সের বিচারে। তাই মানিককে একাদশে রেখে দল সাজাবেন জেমি ডে এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।