Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাটার্ড বিমানে পাকিস্তানে যাচ্ছে টিম বাংলাদেশ


২১ জানুয়ারি ২০২০ ১৮:২২ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৮:২৮

স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে চাটার্ড বিমানে দেশটি সফরে যাচ্ছে টিম বাংলাদেশ। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ একটি ফ্লাইটে বুধবার (২২ জানুয়ারি) রাত ৮ টায় লাহোরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে সফরকারী বাংলাদেশ দল।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিসিবি সূত্র সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।

সুত্রটির দেওয়া তথ্যমতে, ‘বাংলাদেশ দল চাটার্ড বিমানে যাচ্ছে। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে আগামি কাল রাত ৮টায় রওনা দেবে।’

লাহোরে পৌঁছে ২৪ জানুয়ারি গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশ। একই ভেন্যুতে ২৫ জানুয়ারি দ্বিতীয় ও ২৭ জানুয়ারি অনুষ্ঠিত তৃতীয় ও ম্যাচটি।

প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

এদিকে সিরিজকে সামনে রেখে মঙ্গলবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে টিম বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি।

টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর