Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ সিরিজের আগে লাহোর থেকে তিন অস্ত্রধারী গ্রেফতার


২১ জানুয়ারি ২০২০ ১৪:৪০ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১৪:৪৫

জল্পনা কল্পনা পেরিয়ে নিশ্চিত হয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। মূলত খেলোয়াড়দের নিরাপত্তার কথা চিন্তা করেই চলছিলো গড়িমসি। পাকিস্তান সরকার খেলোয়াড় এবং সম্পূর্ণ বাংলাদেশ দলের নিরাপত্তার ১০০ ভাগ নিশ্চয়তা দেওয়ায় চূড়ান্ত হয় সিরিজটি।

কিন্তু টি-২০ সিরিজের প্রাক্কালে আবারো প্রশ্নবিদ্ধ হলো পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। টি-২০ সিরিজের ৩টি ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরে। আর সেই লাহোর থেকেই গ্রেফতার করা হলো তিন সন্ত্রাসীকে। যাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমানে বিস্ফোরক।

বিজ্ঞাপন

অভিযুক্ত তিন সন্ত্রাসী হলেন- ইমরান, মুহাম্মদ আবিদ সোহাইল ও মুহাম্মদ রাজা। লাহোরের হারুনাবাদ বাইপাস থেকে তাদের আটক করা হয় এমনটাই নিশ্চিত করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দৈনিক দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

পাঞ্জাবের আইজিপি শোয়েব দস্তগির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী তিন সন্ত্রাসীকে আটক করেছে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। এ সময় তাদের কাছ থেকে ৭টি বিস্ফোরক, সেফটি ফিউজ, ১টি ইলেকট্রিক সুইচ,  ২ বাক্স বল বেয়ারিং, ১টি ইলেকট্রিক ব্যাটারি এবং দুটি শপিং ব্যাগভর্তি বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

তবে সন্ত্রাসীদের মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি তাদের লক্ষ্য কি ছিলো।

মূলত, বাংলাদেশ সিরিজকে সামনে রেখেই জোরদার করা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা। তাঁরই অংশ হিসেবে পাকিস্তানের বিভিন্ন অংশে চলছে অভিযান। এমনই এক অভিযানে গ্রেফতার হয়েছে এই তিন সন্ত্রাসী।

আসন্ন টি-২০ সিরিজকে সামনে রেখে মাঠে এবং মাঠের আশেপাশে মোতায়েন থাকবে ১০ হাজার পুলিশ, ১৭ এসপি, ৪৮ ডিএসপি, ১৩৪ ইনসপেক্টর এবং ৫৯২ জন অধস্তন নিরাপত্তাকর্মী।

বিজ্ঞাপন

২৪ তারিখ থেকে মাঠে গড়াতে যাওয়া টি-২০ সিরিজ খেলতে বুধবার (২২ জানুয়ারি) দেশ ছাড়বে টিম বাংলাদেশ।

বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি

২৪ জানুয়ারি- প্রথম টি-টোয়েন্টি, লাহোর
২৫ জানুয়ারি- দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর
২৭ জানুয়ারি- তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর
৭-১১ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট, রাওয়ালপিন্ডি
৩ এপ্রিল- একমাত্র ওয়ানডে, করাচি
৫-৯ এপ্রিল- দ্বিতীয় টেস্ট, করাচি

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ বিস্ফোরক উদ্ধার লাহোরে সন্ত্রাসী আটক সন্ত্রাসী আটক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর