শেষ বলের নাটকে থাইল্যান্ডের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ
২১ জানুয়ারি ২০২০ ১২:২৫ | আপডেট: ২১ জানুয়ারি ২০২০ ১২:৩৫
প্রতিপক্ষ ছিলো অপেক্ষাকৃত দুর্বল থাইল্যান্ড। সেই থাইল্যান্ডের কাছেই নাকানি-চোবানি খেলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে শেষ বলে গিয়ে রক্ষে।
ভারতে অনুষ্ঠিত চার দলের সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে শেষ বলে দুর্দান্ত জয় ছিনিয়ে এনে টানা দ্বিতীয় জয় পেল জাহানারা-ফাহিমারা।
বিহারের পাটনায় টসে জিতে থাইল্যান্ডকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান তোলে থাইল্যান্ড।
১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে দৃঢ় হাতে দলকে এগিয়ে নিয়ে যান শামিমা সুলতানা। দলের দুর্দশা কিছুটা লাঘব হয় তাঁর ব্যাট থেকে আসা ৩৮ রানে।
কিন্তু শেষদিকে আবার দ্রুত উইকেট পতন ঘটতে থাকলে হারের শঙ্কা উঁকি দিচ্ছিলো বাংলাদেশ শিবিরে। কিন্তু ফাহিমার দৃঢ়তায় শেষ হাসিটা হাসে বাংলাদেশই। শেষ বলের নাটকে দুই উইকেটে জয় ছিনিয়ে আনে টাইগ্রেসরা।
এর আগে প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ।