দেড় মাসের জন্য ছিটকে গেলেন রাশফোর্ড
২০ জানুয়ারি ২০২০ ২০:০৩ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০ ১৬:১৬
পিঠের ইনজুরিতে দেড় মাসের জন্য ছিটকে গেলেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কোস রাশফোর্ড। ইউনাইটেড বস ওলি গানার বিষয়টি নিশ্চিত করছেন।
তিনি এই বিষয়ে বলেন, “ইনজুরিটা বেশ গুরুতর। পিঠের পেশীতে টান খেয়েছে ও। এ ধরনের ইনজুরিতে ও এর আগে কখনো পড়েনি। মনে হচ্ছে মৌসুমের মধ্য বিরতির আগে ও আর ফিরতে পারবে না দলে।”
বুধবার (১৫ জানুয়ারি) এফএ কাপে ওল্ভসের বিপক্ষে ম্যাচে রাশফোর্ড নেমেছিলেন দ্বিতীয়ার্ধে। নেমে ১৫ মিনিটও মাঠে থাকতে পারেননি। উঠে গেছেন এর আগেই।
সেই পিঠের ব্যথার কারণেই রবিবার (১৯ জানুয়ারি) মাঠের বাহিরে ছিলেন লিভারপুলের বিপক্ষের ম্যাচেও। লিভারপুলের বিপক্ষে ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে রাশফোর্ডের এই ইনজুরির কথা নিশ্চিত করেন রেড ডেভিল বস।