Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ: ১১ জুয়াড়ি গ্রেফতার, ২ কোটি রুপি উদ্ধার


২০ জানুয়ারি ২০২০ ১৪:১৯ | আপডেট: ২০ জানুয়ারি ২০২০ ১৪:২০

সদ্য শেষ হলো ভারত এবং অস্ট্রেলিয়া সিরিজ। রোববার (১৯ জানুয়ারি) সিরিজের শেষ ওয়ানডেতে অজিদের ৭ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিতে নিয়েছে কোহলি বাহিনী। ম্যাচ চলাকালীন জুয়া খেলাকে কেন্দ্র করে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ আটক করেছে ১১ জন জুয়ারিকে।

দিল্লি ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত কমিশনার একে সিংলা ভারতীয় সংবাদ মাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর দেয়া তথ্যানুযায়ী, জুয়াড়িদের কাছ থেকে এ সময় দুই কোটি রুপি উদ্ধার করা হয়। সেই সাথে বাজেয়াপ্ত করা হয় দুটি টেলিভিশন, ৭টি ল্যাপটপ ও ৭০টি মোবাইল ফোন।

পুলিশের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন ক্রাইম ব্রাঞ্চের নজরে ছিলো তারা। জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যেই তাদের থানায় নেয়া হয়েছে।

উল্লেখ্য, সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিলেও দ্বিতীয় ওয়ানডেতে ৩৬ রানে হারে সফরকারী অস্ট্রেলিয়া। আর রবিবার সিরিজের শেষ ওয়ানডেতে রোহিত শর্মা ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ভর করে ৭ উইকেটের জয় তুলে নিয়ে ২-১ ে সিরিজ জিতে নেয় স্বাগতিক ভারত।

জুয়াড়ি আটক ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর