অভিষেক রাঙালেন হালান্ড
১৯ জানুয়ারি ২০২০ ১৮:২৬ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২০ ১৮:৫৭
বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেকটা স্মরণীয় করে রাখলেন আর্লিং হালান্ড। বুন্দেসলিগায় অভিষেক ম্যাচেই হ্যাট্রিক করে নিজের জানান দিয়ে রাখলেন নরওয়ের এই তরুণ ।
তাঁর অভিষেকের দিন অগসবার্গকে ৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড। ঘরের মাঠে ম্যাচের প্রথম থেকেই বেশ প্রতিপত্তি বিস্তার করে খেলছিলো অগসবার্গ। প্রথমার্ধেই ২-০ গোলের লিড নেয় স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রথম গোল শোধ করে ডর্টমুন্ড। ৫৫ মিনিটে আবার গোল হজম করে ৩-১ এ পিছিয়ে পড়ে তাঁরা। দৃশ্যপটের পরিবর্তনের শুরু এখান থেকেই।
৫৬ মিনিটে বদলী খেলোয়াড় হিসেবে মাঠে নামেন আর্লিং হালান্ড। নেমেই পাল্টে দেন পরিস্থিতি।
ম্যাচের ৫৯ তম মিনিটে সানচোর পাসে নিজের নামের পাশে প্রথম গোল লেখান হালান্ড। সেই সাথে ব্যবধান ৩-২ করেন। ঠিক তাঁর দুই মিনিট পর সফরকারীদের সমতায় ফেরান সানচো।
৭০ মিনিটের মাথায় ডর্টমুন্ডকে প্রথম লিড এনে দেন নবাগত হালান্ড। ঠিক তাঁর ৯ মিনিট পর পূরণ করেন তাঁর হ্যাট্রিকের কোটা। সেই সাথে সফরকারীদের এনে দেন ৫-৩ গোলের দুর্দান্ত এক জয়।
অভিষেকেই হ্যাট্রিক গোল বুন্দেসলিগা বুরুশিয়া ডর্টমুন্ড হ্যাট্রিক