Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামাল নেই, অভিষেক হচ্ছে মানিকের, ফরমেশনে আসছে পরিবর্তন


১৯ জানুয়ারি ২০২০ ১৬:২৮

ঢাকা: ডু আর ডাই ম্যাচের আগে অনেকগুলো দুঃসংবাদ শুনেছে বাংলাদেশ। বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিতে ওঠার আগেই ইনজুরিতে দলের বাইরে অধিনায়ক জামাল ভূঁইয়া, জ্বরে ক্যাম্প ছাড়া রক্ষণদুর্গেন পরীক্ষিত সৈনিক ইয়াসিন খান। দলের ফরমেশনেও আসছে পরিবর্তন। সেই সাথে নতুন মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। অভিষেক হতে চলেছে মানিক হোসেন মোল্লার।

ইয়াসিনের বদলে লঙ্কানদের বিপক্ষে দলে ঢুকেছেন রিয়াদুল হাসার রাফি। এদিকে জামাল ভুঁইয়ার ইনজুরি দলে জায়গা হয়েছে মানিক হোসেন মোল্লার। শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচ দিয়েই আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে তাঁর। রাজশাহীর ছেলে মানিক খেলেন চট্টগ্রাম আবাহনীর হয়ে।

বিজ্ঞাপন

আগের ম্যাচে নামা মামুনুল ইসলামও থাকছেন না আজকের লঙ্কান বধের মিশনে। সেই সাথে রায়হান হাসানের স্থলাভিষিক্ত হচ্ছেন বিশ্বনাথ ঘোষ।

শ্রীলঙ্কার বিপক্ষে কোচ জেমি ডে আজ খেলাবেন আক্রমণাত্মক ফুটবল। প্রতি আক্রমনভিত্তিক ফরমেশন ৪-১-৪-১ থেকে সরে এসে আজ বাংলাদেশ খেলবে আক্রমণাত্মক ৪-৪-২ ফরমেশনে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

আশরাফুল রানা, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান রাফি, তপু বর্মন, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা, সোহেল রানা, সাদ উদ্দিন, মোহাম্মাদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল ও মতিন মিয়া।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর