রোববার থেকে মাহমুদউল্লাহদের পাকিস্তান সিরিজের প্রস্তুতি
১৮ জানুয়ারি ২০২০ ১৬:৪৪ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২০ ১৭:০১
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াড নিয়ে রোববার (১৯ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে তিনদিনের অনুশীলন ক্যাম্প।
দলের সবাইকে ওই দিন দুপর ২টায় হোম অব ক্রিকেট মিরপুরে হেড কোচ রাসেল ডমিঙ্গোর কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। তিনদিনের এই অনুশীলন ক্যাম্প শেষ হবে ২১ জানুয়ারি। পরদিন অর্থাৎ ২২ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে টিম বাংলাদেশ।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ -২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি।
টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের স্কোয়াড:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও হাসান মাহমুদ।
১৫ সদস্যের দল ঘোষণা অনুশীলন ক্যাম্প টপ নিউজ বাংলাদেশ-পাকিস্তান সিরিজ