Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি ভালো হলে পাকিস্তানে যাবেন মুশফিক


১৮ জানুয়ারি ২০২০ ০২:৪৬

শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খবর ছিল যে পাকিস্তানের বিপক্ষে শুধু টি টোয়েন্টি সিরিজটি খেলতে যাচ্ছেন না দেশ সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবং এই মর্মে একটি আনুষ্ঠানিক চিঠিও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে দিয়েছেন এবং বোর্ড তা গ্রহণ করেছে। তার এই সিদ্ধান্তে অনেকেই ধরে নিয়েছিলেন টি টোয়েন্টি না খেললেও হয়ত টেস্ট ও ওয়ানডে খেলতে ঠিকই যাবেন। তাদের জল্পনা কল্পনাকে ভুল প্রমাণ করে মুশফিক নিজেই বললেন, শুধু টি টোয়েন্টি নয়, পারিবারিক কারণে কোনো সিরিজ খেলতেই তিনি এই মুহূর্তে পাকিস্তানে যাচ্ছেন না। অনাগত দিনে দেশটির রাজনৈতিক পরিস্থিতি ভালো হলে তবেই তিনি যাবেন।

বিজ্ঞাপন

রাতে বিপিএল ফাইনাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তিনি দ্ব্যর্থ-হীন কণ্ঠে একথা জানিয়ে দেন।

‘পারিবারিক কারণ তো আমি বললামই। তারা ভয়ে শঙ্কিত। এই অবস্থায় আমি গিয়ে খেলতে পারি না। আমি বোর্ডকে আগেই অনুরোধ করেছি তারা মেনে নিয়েছেন। ‘পাকিস্তান হয়ত আগের চেয়ে ভালো। কিন্তু দুই বছর যদি এমন যায় তাহলে হয়ত আত্মবিশ্বাস আমার কাছে আসবে (যাওয়ার জন্য)। এর আগেও পাকিস্তানে আমি ট্যুর করেছি। ২০০৮ সালে গিয়েছি। খেলার জন্য অনেক ভালো জায়গা।’

আবার এও জানিয়ে রাখলেন পাকিস্তান সিরিজটি তিনি মিস করবেন। বিশেষ করে ওখানকার উইকেট।

‘উইকেট অনেক ভালো থাকে। সেটা অনেক মিস করব। আমি আশা করব দুই তিন বছর পরিস্থিতি যদি ধারাবাহিকভাবে ভালো থাকে, তখন না যাওয়ার কোনো কারণ নেই। যদি বলেন বাংলাদেশের ক্রিকেটে একটা বড় সিরিজ মিস করা। একইসঙ্গে আমার কাছে সুযোগও ছিল পিএসএলে খেলা। আমি কিন্তু প্রথমেই না করে দিয়েছি। আমি জানি পুরো টুর্নামেন্ট (পিএসএল) পাকিস্তানে হবে। আমি বলেছি আমার পরিবার আমাকে যেতে অনুমতি দিচ্ছে না, কাজেই ওখানে যাওয়ার প্রশ্ন ওঠে না।’

বঙ্গবন্ধু বিপিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর