Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দর্শকের ঢল নেমেছে মিরপুর শের-ই-বাংলায়


১৭ জানুয়ারি ২০২০ ১৭:৫৪

একে তো শুক্রবার, তার ওপরে আবার বিপিএল ফাইনাল। এই দুইয়ের রসায়নে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও তৎসংলগ্ন এলাকার অবস্থা খুব সহজেই অনুমেয়। সেই মিরপুর ১০ নম্বর থেকে স্টেডিয়ামের ৫ নং গেইট হয়ে ১ নং গেইট সংলগ্ন প্রশিকা মোড়, কোথাও এক চিলতে জায়গাও ফাঁকা নেই।

ঝাঁকে ঝাঁকে দর্শকদের আগমনে গোটা স্টেডিয়াম এলাকাই মুখর হয়ে উঠেছে। বাইরে এই অবস্থা, ম্যাচ শুরু হলে ভেতরের অবস্থা কি হবে? সেটা বুঝতে বোধ হয় রকেট সায়েন্স পড়ার প্রয়োজন নেই। গ্যালারির চেয়ার তো বটেই ভক্তদের দাঁড়িয়েও বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচটি দেখা লাগতে পারে।

মাঠে প্রবেশের আগে কেউ কেউ প্রিয় দল খুলনা ও রাজশাহীর পতাকা হাতে, কেউ কপালে, গালে দলের লোগো  আাঁকছেন তুলির আঁচরে। আবার কেউবা প্রিয় তারকা মুশফিক, লিটন, আফিফের নাম লিখছেন গালে। অপেক্ষা এখন শুধু মাঠের খেলার।

প্রসঙ্গত, সন্ধ্যা ৭টায় মিরপুরের শের-ই-বাংলায় গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল ম্যাচটি। যেখানে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্সকে মোকাবেলা করবে লিটন, আফিফের রাজশাহী রয়্যালস।

টপ নিউজ বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর