ভারতকে হারিয়ে উড়ন্ত সূচনা টাইগ্রেসদের
১৭ জানুয়ারি ২০২০ ১৬:৪৫ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২০ ১৭:০৪
চার দলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভারত ‘এ’ দলকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ভারতের পাটনার উর্জা স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ চাপের মুখে থাকে স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে ৯৬ রানেই থেমে যায় ভারতের ইনিংস।
দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান (৩০ বল) করেন মাধুরী মেহতা। এছাড়া ভারতী ফুলমালি ২২ বলে করেন ২০ রান, এনএস চৌহান ২৮ বলে ১৭ রান, জিঞ্চি জর্জ ২১ বলে করেন ১৫ রান। বাংলাদেশের হয়ে ৭ রানের বিনিময়ে দুটি উইকেট তুলে নেন ফাহিমা। আর জাহানারা এবং নাহিদা নেন একটি করে উইকেট।
সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে সফরকারী বাংলাদেশ। দুই ওপেনার মুর্শিদা খাতুন ও আয়েশা রহমানের ব্যাট থেকে উদ্বোধনী জুটিতেই আসে ৩৩ রান।
২৮ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন মুর্শিদা খাতুন। এরপর নিগার সুলতানা ও ফারজানা হকের ৫০ রানের জুটিতে ভর করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় টাইগ্রেসরা।
২৫ বলে ২৪ রান করে ফারজানা বিদায় নিলে বাকি কাজটা সারেন নিগার সুলতানা। ফাহিমাকে সঙ্গে নিয়ে দলকে এনে ৫ উইকেটের বড় জয়। এই জয়ে ভারতের সমান পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই ভারত সফরে গেছে বাংলাদেশ নারী দল। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে থাকছে ভারতের দুই দল- ভারত ‘এ’ এবং ভারত ‘বি’ দল। টুর্নামেন্টের আরেক দল হিসেবে খেলছে থাইল্যান্ড।