বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন ধোনি
১৬ জানুয়ারি ২০২০ ১৫:৩৯ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১৫:৪২
নতুন বছরের শুরুতেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম এবং ক্যাটাগরি প্রকাশ করেছে। আর অবিশ্বাস্যভাবে এই চুক্তি থেকে বাদ পড়েছেন ভারতের হয়ে বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিসিসিআই’র অফিসিয়াল ওয়েবসাইটে ২০২০ সালের জন্য চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করে। সেখানে দেখা মেলেনি ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।
দেশের মাটিতে ২০১১ সালে বিশ্বকাপের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ভারত জয় করে ধোনির অধীনেই। তবে ক্যারিয়ারের পড়ন্ত সময়ে এসেছে বেশ বিতর্কিত মহেন্দ্র সিং ধোনি। ইংল্যান্ড বিশ্বকাপে ব্যর্থতার জন্যও দায়ভার এসেছে ধোনির ধীর গতির ব্যাটিংয়ের ওপর।
টেস্ট থেকে অবসর নিয়েছেন বেশ আগেই, ওয়ানডে বিশ্বকাপের পর দূরে আছেন সব ধরনের ক্রিকেট থেকেও। গুঞ্জন উঠেছে একবারে আইপিএল দিয়েই মাঠে ফিরবেন সর্বজয়ী এই অধিনায়ক। তবে জাতীয় দলে আবারো কবে ফিরবেন নেই তা নিয়ে কোনো সংবাদ।
তবে জাতীয় দলে ফেরা যে ধোনির জন্য বেশ কঠিন হবে তার বার্তায় এসে গেল বিসিসিআই’র কেন্দ্রীয় চুক্তির ঘোষণার মধ্য দিয়ে। তিন ফরম্যাটের জন্য সব মিলিয়ে মোট ২৭ জনের নাম প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই তালিকায় নেই মহেন্দ্র সিং ধোনির নাম।
কেন্দ্রীয় চুক্তিতে রয়েছে মোট চার ধরনের ক্যাটাগরি। এ+, এ, বি এবং সি এই চার ক্যাটাগরিতে আছেন সব মিলিয়ে মোট ২৭ জন ক্রিকেটার। সর্বোচ্চ পর্যায়ের ক্যাটাগরিতে আছেন তিনজন ক্রিকেটার। ভারতের হয়ে সর্বোচ্চ পর্যায়ে পারফরম্যান্স করা তিন ফরম্যাটের অধিনায়ক বিরাট কোহলি, হিটম্যান রোহিত শর্মা এবং জাসপ্রীত বুমরাহ আছেন এই ক্যাটাগরিতে। এই ক্যাটাগরির তিন ক্রিকেটার বাৎসরিক পাবেন ৭ কোটি রুপি।
এছাড়া এ ক্যাটাগরিতে আছে ১১জন, বি ক্যাটাগরিতে আছে পাঁচজন এবং সি ক্যাটাগরিতে আছেন ৮জন ক্রিকেটার। এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন বাৎসরিক ৫ কোটি রুপি, বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা পাবেন তিন কোটি এবং সি ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন এক কোটি রুপি বেতন।
ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি বিসিসিআই ভারতীয় ক্রিকেট বোর্ড মহেন্দ্র সিং ধোনি