Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির থেকে রোনালদোর ব্যালন ডি অর কম হওয়ায় বিরক্ত সারি


১৬ জানুয়ারি ২০২০ ১৪:২৭

শেষ ২০১৭ সালে ব্যালন ডি অর’ এর সোনালি শিরোপাট হাতে তুলেছিলেন। আর সেবার নামের পাশে পঞ্চম ব্যালন ডি অর’ এর পালক যুক্ত হয়েছিল রোনালদোর শিরোপার জাদুঘরে। তবে এরপর দুই বছর কেটে গেলেও সংখ্যাটি পাঁচ থেকে ছয়ে আসেনি। অন্যদিকে ব্যালন ডি অর জয়ের দিকে দিয়ে রোনালদোকে পেছনে ফেলে এই তালিকায় শীর্ষে উঠে এসেছেন লিওনেল মেসি। আর ব্যালন জয়ের দিক দিয়ে রোনালদো পেছনে পড়ে যাওয়ায় বেশ অখুশি জুভেন্টাসের বর্তমান কোচ মাউরিজিও সারি।

বিজ্ঞাপন

২০১৯ সালে ক্যারিয়ারের ষষ্ঠ ব্যালন ডি অর জিতেছেন লিওনেল মেসি। আর তাতেই পেছনে ফেলে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোকে। সেরার দৌড়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে এগিয়ে গেছেন লিওনেল মেসি। তাতেই বেশ ত্যক্ত বিরক্ত হয়ে উঠেছেন জুভেন্টাসের ইতালিয়ান কোচ।

উদিনেসের বিপক্ষে কোপা ইতালিয়া’র রাউন্ড অব-১৬’তে ৪-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে এই কথা বলেন সারি। তিনি বলেন, ‘আমি রোনালদোকে তার ষষ্ঠ ব্যালন ডি অর জয়ে সাহায্য করতে চাই। রোনালদোর থেকে অন্য কারো ব্যালন ডি অর সংখ্যা বেশি এটা অনেক কষ্টকর বিষয়। আমি এবং জুভেন্টাস দলের সবাই রোনালদোকে তার ষষ্ঠ ব্যালন ডি অর জিততে সাহায্য করব।‘

কেবল রোনালদোকে নিয়েই সংবাদ সম্মেলনে কথা বলেননি সারি। সেই সঙ্গে মৌসুমের শুরুতে দলের বাইরে রাখা পাওলো দিবালাকে নিয়েও মন্তব্য করেছেন এই ইতালিয়ান। দলের জয়ের এদিন সব থেকে বড় ভূমিকা রেখেছেন দিবালা। আর তাই তো ম্যাচ শেষে তার গুনগান করতে একটুও ভুল করলেন না তিনি।

দিবালা সম্পর্কে সারি বলেন, ‘দিবালা দারুণ একজন খেলোয়াড়। দলের জয়ের সব সময় সে দারুণ ভূমিকা রাখে। আর আশা করব ভবিষ্যতে ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সেও ব্যালন ডি অর জিতবে।‘

কোপা ইতালিয়া ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস বনাম উদিনস ব্যালন ডি অর মাউরিজিও সারি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর