Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিবালার জোড়া গোলে কোয়ার্টার ফাইনালে জুভেন্টাস


১৬ জানুয়ারি ২০২০ ১১:৫৮ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২০ ১২:৩২

কোপা ইতালিয়ার রাউন্ড সিক্সটিনে উদিসেনের বিপক্ষে বড় জয় পেয়ে শেষ আট নিশ্চিত করেছে জুভেন্টাস। পাওলো দিবালার জোড়া গোলে ৪-০ গোলে জয় পেয়েছে মাউরিসিও সারি শিষ্যরা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই উদিসেনের উপর আক্রমণের স্টিম রোলার চালাতে থাকে তুড়িনের বুড়িরা। ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখে গঞ্জালো হিগুয়েন-দিবালা-ডগলাস কস্তাকে দিয়ে আক্রমণভাগ সাজিয়েছিলেন কোচ মাউরিসিও সারি।

ভুল তিনি একেবারেই করেননি তারই প্রমাণ মিললো ম্যাচের ১৬ তম মিনিটেই। জুভেন্টাসের পক্ষ থেকে গোল উৎসবের সূচনা করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েন।

২৫ তম মিনিটে স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন পাওলো দিবালা। ২-০ তে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জুভরা।

বিরতি থেকে ফিরে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠে তুড়িনের বুড়িরা। ম্যাচের ৫৭ মিনিটের মাথায় নিজের স্কোরশিটে তৃতীয় গোল যোগ করেন দিবালা। সেই সাথে বাগিয়ে নেন নিজের দ্বিতীয় গোল।

৬১ মিনিটে উদিসেনের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডগলাস কস্তা। পেনাল্টি থেকে দলকে এনে দেন চতুর্থ গোল। শেষ পর্যন্ত আক্রমণ চললেও গোলের দেখা পায়নি কোনো দলই।

ফলে ৪-০ তে জয় নিয়েই সন্তুষ্ট চিত্তে কোয়ার্টার ফাইনালে পৌঁছায় জুভেন্টাস।

কোপা ইটালিয়া গঞ্জালো হিগুয়েন জুভেন্টাস ডগলাস কস্তা পাওলো দিবালা

বিজ্ঞাপন

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর