লাহোরে টি টোয়েন্টি, রাওয়ালপিন্ডিতে টেস্ট, করাচিতে ওয়ানডে
১৪ জানুয়ারি ২০২০ ২১:৪৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২০ ০৮:৪৯
অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে পাকিস্তান-বাংলাদেশ সিরিজ। স্বাগতিক দেশটির বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের বিষয়ে দুই দেশের ক্রিকেট সমঝোতায় পৌঁছেছে। এবং সিরিজের সূচিও এরই মধ্যেই চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশটিতে সফর করবে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪ -২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে হবে তিন ম্যাচ সিরিজের টি টোয়েন্টি।
আরও পড়ুন- বিসিবি-পিসিবি সমঝোতা, পাকিস্তানে টাইগারদের সফর ৩ ধাপে
টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফিরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে ফেব্রুয়ারিতে রাওয়ালপিন্ডি যাবে টিম টাইগার্স। ম্যাচটি মাঠে গড়াবে ৭-১১ ফেব্রুয়ারি।
প্রথম টেস্ট ম্যাচ শেষে দেশে ফিরে ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলে আবার পাকিস্তান সফর করবে মুশফিক-মাহমুদউল্লাহরা। ৪ এপ্রিল এখানেই অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র ওয়ানডে ম্যাচটি।দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের ভেন্যুও করাচি। ৫-৯ এপ্রিল এখানেই এপ্রিল অনুষ্ঠিত হবে ম্যাচটি।
সফর নিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আমাদের অবস্থান বুঝতে পারার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুশি যে পারস্পারিক গ্রহণযোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো আমাদের এই ঐক্যমত আইসিসির ভবিষ্যত সফর পরিকল্পনা বাস্তবায়নে একটি বড় উদাহরণ হয়ে থাকবে।’
সফরের সূচি
২৪ জানুয়ারি লাহোরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পরদিন একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। শেষ টি-টোয়েন্টি গড়াবে ২৭ জানুয়ারি।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ওয়ালপিন্ডিতে ৭-১১ ফেব্রুয়ারি। ৩ এপ্রিল করাচিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের একমাত্র ম্যাচটি। একই মাঠে ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দুই ম্যাচ টেস্ট এর শেষ ম্যাচটি।