Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমারা এখন পাটনায়


১৪ জানুয়ারি ২০২০ ১৮:০৮

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভারতে চার দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) ভারতের পাটনায় পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

১৬ জানুয়ারি থেকে শুরু হবে টুর্নামেন্ট। শেষ হবে ২৩ জানুয়ারি। ভারতের ‘এ’ ও ‘বি’ দল ছাড়াও আসরের অপর দেশ থাইল্যান্ড।

সফরে আগামী ১৬ জানুয়ারি ভারত ‘এ’, ১৮ জানুয়ারি ভারত ‘বি’ এবং ২০ জানুয়ারি থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ; অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।

২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা, রুমানারা। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউ জিল্যান্ডের মোকাবিলা করবে এশিয়ার চ্যাম্পিয়নরা। আর ২ মার্চ, একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতে টুর্নামেন্ট সালমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর