Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাশরাফিকে মাহমুদউল্লাহর টুপি খোলা অভিনন্দন


১৩ জানুয়ারি ২০২০ ২১:৩২

লিগ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় বলের সিমে হাতের তালু কেটে যায় মাশরাফি বিন মোর্ত্তজার। ক্ষতে পড়ে ১৪টি সেলাই।এর দুই দিন যেতেই নেমে পড়লেন মাঠে। বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ব্যান্ডেজে মোড়ানো হাত নিয়ে করেছেন ব্যাটিং, বোলিং, ফিল্ডিং। ক্রিকেটের প্রতি মাশরাফির এমন নিবেদন দেখে টুপি খোলা অভিনন্দন জানিয়েছেন এই ম্যাচের প্রতিপক্ষ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

হাত কাটা তাই ব্যাটিংয়ে স্ট্রাইক নেননি মাশরাফি। তবে শাদাব খানকে স্ট্রাইক দিয়ে দলীয় রান বাড়াতে ভূমিকা রেখেছেন। তবে বল হাতেও খারাপ করেননি ৪ ওভারে দেন ৩৩ রান। এক হাতে নেন ক্রিস গেইলের ক্যাচ।

সোমবার (১৩ জানুয়ারি) এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের ইনিংসের ১৫তম ওভারের কথা। ফাইন লেগে ফিল্ডিং করছিলেন মাশরাফি। ওভারে সাদাব খানের চতুর্থ বলটি গেইল সুইপ করতে গেলে টপ এজ হয়ে বল চলে যায় মাশরাফির দিকে। জায়গায় দাঁড়িয়ে খুব সহজেই তা তালুবন্দি করেন ম্যাশ। সফট ডিসমিসাল হয়ে ফিরে যান গেইল।

১৪ সেলাই নিয়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের অধিনায়কের মাঠে নামায় ছিল বিস্ময়ের। স্বাভাবিক থেকে পুরো ম্যাচ খেলে জাগিয়েছেন আরো বিস্ময়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তাই তাকে টুপি খোলা অভিনন্দন জানাতে কার্পণ্য দেখালেন না।

‘মাশরাফি ভাইয়ের প্রতি হ্যাটস অফ। আমি হলে হয়ত খেলার কথা চিন্তাও করতে পারতাম না। অসাধারণ লেগেছে। দারুণ বোলিং করেছে। যে ক্যাচটা ধরেছে সেটি কিন্তু সহজ ছিল না। বল হাওয়ায় খুব ঘুরছিল।’

ইনজুরি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ মাশরাফি বিন মোর্ত্তজা মাহমুদুল্লাহ রিয়াদ

বিজ্ঞাপন

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া
৮ জানুয়ারি ২০২৫ ১৬:১২

আরো

সম্পর্কিত খবর