চট্টগ্রামের বিপক্ষে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সংগ্রহ ১৪৪
১৩ জানুয়ারি ২০২০ ১৫:২৮ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ১৫:৪৮
বাঁচা মরার লড়াইয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। নির্ধারিত ২০ ওভারে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সংগ্রহ ৮ উইকেটের বিনিময়ে ১৪৪ রান।
ঘরের মাঠে টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি মাশরাফি বাহিনী।
দলীয় ১৫ রানেই সাজঘরে ফেরেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। রানের খাতা না খুলেই মাঠ ছাড়েন এনামুল হক বিজয় এবং লুইস রিস।
চট্টলার পেসার রায়াদ এমরিত নিজের দ্বিতীয় ওভারে এসে পরপর আঘাত হেনে বসেন ঢাকার শিবিরে। ওভারের চতুর্থ এবং পঞ্চম বলে ফিরিয়ে দেন মেহেদী হাসান এবং জাকের আলিকে। ফলে ৪৩ রানেই ৫ম উইকেটের পতন ঘটে ঢাকার।
উইকেটে থিতু হয়ে বসেছিলেন মুমিনুল হক। কিন্তু ব্যর্থ হন তিনিও। এমরিতের তৃতীয় শিকার হয়ে ৩১ রান করে সাজঘরে ফিরে যান এই ব্যাটসম্যান।
মুমিনুলের বিদায়ের পর ১০০ এর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। কিন্তু থিসারা পেরেরাকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন শাদাব খান। এই দুইজনের গড়া ৪৪ রানের জুটি ভাঙে রুবেল হোসেনের কল্যাণে। ১৩ বলে ২৫ করা পেরেরাকে জিয়াউরের তালুবন্দি করে ফেরান এই পেসার।
কিন্তু হাল ছাড়েননি শাদাব খান। তুলে নেন নিজের অর্ধশতক। সেই সাথে দলকে তেনে নিয়ে যান লড়াকু সংগ্রহের দিকে। শেষ পর্যন্ত তাঁর ঝড়ো ৪১ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে চট্টগ্রামের সামনে ১৪৫ রানের লক্ষ্য দাঁড় করায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বনাম সিলেট থান্ডার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন