Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিরোপা দিয়ে নতুন বছর শুরু করলো রিয়াল


১৩ জানুয়ারি ২০২০ ১০:৫৭

সেয়ানে সেয়ানে লড়াইয়ে জয়টা পেলো রিয়ালই। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদকে পেনাল্টিতে ৪-১ গোলে হারিয়ে বছরের তথা দশকের প্রথম শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ।

জেদ্দার কিং আব্দুল্লাহ সিটি স্পোর্টস স্টেডিয়ামে পুরো ম্যাচজুড়েই ছিলো রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়ার অসাধারণ নৈপুণ্যের প্রদর্শনী। বেশ কয়েকবার রিয়ালের গোলবারের নিচে ত্রাতা হিসেবে আবির্ভূত হতে দেখা গেছে গতকাল (১২ জানুয়ারি) তাঁকে।

বিজ্ঞাপন

কম যাচ্ছিলো না রিয়াল মাদ্রিদও। একের পর এক আক্রমণে নাজেহাল করে দিচ্ছিলো তাদেরই নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদকে। কিন্তু লুকা মদ্রিচ, ভালভার্দে, মারিয়ানো ডিয়াজরার সঠিক ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পাচ্ছিলো না রিয়াল।

ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট গোলশূণ্য থাকলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের ১১৫ মিনিটের মাথায় আকাশ ভেঙে পড়ে রিয়ালের শিবিরে।

লাল কার্ড দেখে মাঠ ছাড়া হন ভালভার্দে। আলভারো মোরাতাকে পেছন থেকে ফাউল করায় সরাসরি লাল খেয়ে বসেন তিনি। ফলে নিমিষেই রিয়াল ১০ জনের দলে পরিণত হয়।

কিন্তু ১০ জন হয়ে যাবার সুযোগ কাজে লাগাতে পারেনি অ্যাতলেটিকো। ফলে অতিরিক্ত ৩০ মিনিটও গোলের দেখা পাওয়া যায়নি। এরপর ম্যাচ গড়ায় পেনাল্টিতে।

পেনাল্টিতে এসে দলের হয়ে প্রথম গোল করেন রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল। অপরদিকে অ্যাতলেটিকোর প্রথম শট নেয়া সাউল নিগেজকে হতাশ করেন কর্তোয়া। ঠেকিয়ে দেন তাঁর শট।

পরে দ্বিতীয় শট থেকে রিয়ালকে এগিয়ে দেন রদ্রিগো আর গোল করতে ব্যর্থ হন অ্যাতলেটিকোর থমাস পার্তে। তৃতীয় শটে গোল করেন রিয়ালের লুকা মদ্রিচ ও অ্যাটলেটিকোর কাইরন ট্রিপিয়ার। এতে করে ৩-১ এ এগিয়ে যায় রিয়াল।

বিজ্ঞাপন

চতুর্থ শট নিতে আসেন দ্যা হোয়াইটসদের অধিনায়ক সার্জিও রামোস। এসেই জাল কাপানো এক শটে নিশ্চিত করেন দলের ১১ তম স্প্যানিশ কাপের শিরোপা। ৪-১ এ জয় পেয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলে জিদান শিষ্যরা।

অ্যাতলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপ ২০২০

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর