Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেস্টে টাইগারদের ম্যাচ ফি ৬ লাখ


১২ জানুয়ারি ২০২০ ২১:১৮

টেস্ট ক্রিকেটের ম্যাচ ফি এক লাফে প্রায় ৫০ ভাগ বেড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের। আগে যেখানে ম্যাচ প্রতি ক্রিকেটাররা পেতেন ৪ লাখ টাকা করে সেখানে এখন থেকে ৬ লাখ টাকা করে পাবেন।

ম্যাচ ফি বেড়েছে ওয়ানডে আর টি-টোয়েন্টিতেও। ওয়ানডেতে আগে যেখানে ২ লাখ করে পেতেন এখন থেকে পাবেন ৩ লাখ এবং আগে টি-টোয়েন্টিতে ১লাখ ২৫হাজার টাকার বদলে এখন ম্যাচ প্রতি ২লাখ টাকা করে পাবেন মুমিনুল, মুশফিকরা।

রোববার (১২ জানুয়ারি) বিসিবির কার্যনির্বাহি কমিটির সভা শেষে সংবাদমাধ্যমকে এতথ্য ‍দিলেন সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন,‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি সেটাতে ২ লাখ টাকা টি-টোয়েন্টিতে, প্রতিটি খেলোয়াড় প্রতিটি ম্যাচে পাবে। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য পাবে প্রতি ম্যাচে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি। আগে ছিল ৪ লাখ টাকা।’

টেস্ট ম্যাচ ফি বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর