Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়ন হলে ১ লাখ ডলার পাবে জামাল ভূঁইয়ারা


১২ জানুয়ারি ২০২০ ১৯:১৮

ঢাকা: আগামী ১৫ জানুয়ারি শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে রেখে দিতে পারলে জামাল ভূঁইয়াদের জন্য ১ লাখ মার্কিন ডলার (৮৪ লাখ টাকা) পুরস্কার ঘোষণা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দীন।

ফুটবলারদের নিয়ে আজ রোববার (১২ জানুয়ারি) রাজধানীর এক পাঁচতারা হোটেলে মধ্যাহ্নভোজ শেষে সাংবাদিকদের এ পুরস্কারের কথা জানান বাফুফে বস।

বিজ্ঞাপন

সালাউদ্দীন বলেন, ‘তারা যা যা চেয়েছে সবকিছু দিয়েছি। তারা যদি চ্যাম্পিয়ন হয় তাহলে ১ লাখ মার্কিন ডলার পাবে।’

রানার্স আপ হলেও আর্থিক পুরস্কারের কথা জানিয়েছেন সালাউদ্দীন। দেয়া হবে ৫০ হাজার ডলার।

দেশকে প্রতিনিধিত্ব করাই সবচেয়ে বড় পাওয়া মনে করেন সাড়ে আট মাস পর জাতীয় দলে ফেরা ডিফেন্ডার তপু বর্মণ, ‘আমাদের প্রথম প্রায়োরিটি হলো বাংলাদেশ। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আমরা দেশের হয়ে ফুটবল খেলি। আমরা সবসময় এটাই চিন্তা করি যে আমরা যেন দেশের হয়ে একটা ভাল ফল নিয়ে আসতে পারি। আমরা সবাই মোটিভেটেড।’

১৫ জানুয়ারি ফিলিস্তিন ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন। ১৯ তারিখ এ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে জামালরা মুখোমুখি হবে লঙ্কানদের বিপক্ষে।

কাজী সালাউদ্দীন চ্যাম্পিয়ন পুরস্কার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর