টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠালো খুলনা
১১ জানুয়ারি ২০২০ ১৮:২৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৮:৩৭
বঙ্গবন্ধু বিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ব্যাট করতে পাঠিয়েছে খুলনা টাইগার্স।
১১ ম্যাচ শেষে দুই দলেরই সমান ১৪ পয়েন্ট। ১৬ পয়েন্ট করে নিয়ে ইতিমধ্যেই টেবিলের এক এবং দুইয়ে বসে আছে রাজশাহী রয়্যালস আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
ঢাকা-খুলনার ম্যাচে যে দল জিতবে, তাদেরও ১৬ পয়েন্ট হবে। তখন রান রেটে তিন দলের মধ্যে যারা এগিয়ে থাকবে, তারাই এক নম্বরে থেকে শেষ করবে। পরের দুই অবস্থানও নির্ধারিত হবে রান রেটের ভিত্তিতে। আর এই ম্যাচে হারা দল চার নম্বরে থেকে শেষ করবে।
যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, মুমিনুল হক, থিসারা পেরেরা, শাদাব খান, জাকের আলি, আসিফ আলি, ফাহিম আশরাফ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
খুলনা টাইগার্স একাদশ : নাজমুল হোসেন শান্ত, মেহেদী মিরাজ, রাইলি রুশো, মুশফিকুর রহীম (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, শামসুর রহমান শুভ, রবি ফ্রাইলিংক, মোহাম্মদ আমির, শফিউল ইসলাম, শহীদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।
খুলনা টাইগার্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন