Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লাকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো খুলনা


১০ জানুয়ারি ২০২০ ২২:৪৬ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ২২:৫৪

জয়ের জন্য টপকাতে হতো পাহাড়সম রান। কিন্তু সেই প্রচেষ্টায় ব্যর্থ হয়ে সেই পাহাড়ে চাপা পড়েই বঙ্গবন্ধু বিপিএল মিশন শেষ করতে হলো কুমিল্লা ওয়ারিয়র্সকে। খুলনা টাইগার্সের কাছে ৯২ রানে হেরে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে থেকে বিপিএলের এবারের আসরের পরিসমাপ্তি টানলো দলটি। সেই সাথে চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো খুলনা টাইগার্স।

খুলনার দেয়া ২১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় কুমিল্লা। ইনিংসের তৃতীয় বলেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরতে হয় কুমিল্লার ওপেনার সাব্বির রহমানকে।

বিজ্ঞাপন

সেই থেকে শুরু হয় নিয়মিত আসা যাওয়ার মিছিল। যেখানে দলীয় স্কোর ১০০ করার আগেই সাজঘরে ফেরেন কুমিল্লার ৭ ব্যাটসম্যান। শেষদিকে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন ফারদিন। কিন্তু তাকেও ফিরতে হয় ২২ রান করে।

শেষ পর্যন্ত ৯ উইকেটের খরচায় ১২৬ রানেই থেমে যায় কুমিল্লার রানের চাকা। সেই সাথে খুলনা পায় ৯২ রানের বড় জয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের অপরাজিত ৯৮, মেহেদী মিরাজের ৭৪ রানে ভর করে ২১৮ রান তোলে খুলনা টাইগার্স।

শনিবার (১১ জানুয়ারি) লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামবে খুলনা টাইগার্স।

খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর