Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুশফিক-মিরাজের ব্যাটিং তাণ্ডবে রান পাহাড়ে পিষ্ট কুমিল্লা


১০ জানুয়ারি ২০২০ ২০:৫৩

বঙ্গবন্ধু বিপিএলে শুক্রবার (১০ ডিসেম্বর) দিনের দ্বিতীয় দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সকে রান পাহাড়ে চাপা দিয়েছে খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে খুলনার সংগ্রহ ২১৮ রান।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে খুলনা টাইগার্স। ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দলটি। ৩৩ রানেই সাজঘরে ফেরেন শান্ত এবং রাইলি রুশো।

তবে এর প্রভাব খুব একটা পড়েনি মুশফিক এবং মিরাজের কারণে। দুইজনের দৃঢ় এবং ঝড়ো ব্যাটিংয়ে বড় লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে দল। দুই জনেই তুলে নেন অর্ধশতক।

ম্যাচের ১৮.৩ ওভারে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মিরাজ। কিন্তু তাঁর আগে খেলেন ৪৫ বলে ৭৪ রানের দানবীয় ইনিংস। হাত চালাতে থাকেন মুশফিকও। নাজিবুল্লাহ জাদরানকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা। সেই সাথে ব্যাট চালাতে থাকেন শতকের লক্ষ্যে। কিন্তু হাতছাড়া করেন শতকের সুযোগ।

শেষতক কুমিল্লার সামনে ২১৯ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় খুলনা। ইনিংস শেষে অপরাজিত থাকেন মুশফিক (৯৮) এবং জাদরান (৭)।

খুলনা টাইগার্স বনাম কুমিল্লা ওয়ারিয়র্স বঙ্গবন্ধু বিপিএল মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর