Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের সামনে লড়াকু লক্ষ্য ছুঁড়ে দিলো রংপুর


১০ জানুয়ারি ২০২০ ১৫:৪১ | আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ১৭:০৬

মিরপুরে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনকে ১৫০ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে রংপুর রেঞ্জার্স। নির্ধারিত ২০ ওভারে রংপুরের সংগ্রহ ৯ উইকেটে ১৪৯ রান।

দিনের প্রথম ম্যাচে টসে হেরে রংপুরকে ব্যাট করতে পাঠায় যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। ব্যাট করতে নেমে শুভ সূচনা করতে পারেনি রংপুর। দলীয় ১১ রানে সাজঘরে ফিরতে হয় তাদের ওপেনার শেন ওয়াটসনকে।

ব্যর্থ হন ডেলপোর্ট, মোহাম্মদ নাইমও। কিন্তু উইকেটে আগলে ধরে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকেন লুইস গ্রেগরি। তাঁর ৩২ বলে ৪৬ রানের ইনিংসে দল পায় কিছুটা স্বস্তি।

তাঁর বিদায়ের পর আল আমিন এবং জহুরুলের ব্যাটে ভর করে লড়াকু সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে সফরকারীরা।

ম্যাচের শেষদিকে পেরেরার ওভারে পরপর ৪ উইকেটের পতন ঘটলে ৯ উইকেটের বিনিময়ে ১৪৯ রানেই থমকে যায় রংপুরের ইনিংস। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুনের হয়তে তিনটি উইকেট নেন পেরেরা।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন রংপুর রেঞ্জার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর