Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারো ইনজুরিতে অ্যান্ডারসন, শেষ দক্ষিণ আফ্রিকা সিরিজ


৯ জানুয়ারি ২০২০ ১৫:৫৩

ইনজুরি যেন পিছুই ছাড়ছে না জিমি অ্যান্ডারসনের। একের পর এক ইনজুরি ক্যারিয়ারের শেষ বেলায় জেঁকে বসেছে এই পেসারকে। গেল বছরের আগস্টে অ্যাশেজে বল হাতে করেছিলেন মাত্র চার ওভার। এরপরেই পায়ের চোটে ছিটকে গিয়েছিলেন পুরো সিরিজ থেকেই। সুস্থ হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ফিরলেন তবে সে ফেরা দীর্ঘ হলো না। কেপটাউনে দারুণ জয়ের ম্যাচেই আবারো পাঁজরে ব্যথা পান। আর পাঁজরের এই চোটই তাকে ঠেলে দিলো দক্ষিণ আফ্রিকা সিরিজের বাইরে।

বিজ্ঞাপন

ম্যাচ জয়ের পরেই গতকাল বুধবার (৮ জানুয়ারি) কেপটাউনে এমআরআই স্ক্যান করান অ্যান্ডারসন। আর সেদিনই ইংলিশ ক্রিকেট বোর্ড বিবৃতি দেয়, ‘দক্ষিণ আফ্রিকায় বাকি দুই টেস্ট খেলতে পারবেন না জিমি অ্যান্ডারসন।‘

৩৭ বছর বয়সেও এখনো সর্বোচ্চ দিয়ে যাচ্ছেন অ্যান্ডারসন। তবে বার বার ইনজুরি তাকে কিছুটা পেছনে ঠেলে দিচ্ছে। যদিও বার বার সেই ইনজুরি কাটিয়ে ফিরছেন ২২ গজে হাতে তোপ নিয়ে। বুকের পাঁজরের এই ধরনের চোট সারতে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ সময় প্রয়োজন হয়। নিজের ইনজুরি নিয়ে টুইটারে অ্যান্ডারসন লিখেছেন, ‘পাঁজরের হাড় ভেঙে যাওয়ায় সিরিজের বাকি সময়টা মিস করবো। আশা করি কয়েক সপ্তাহের মধ্যে সেরে উঠবো। দূর থেকে দলকে সমর্থন দিয়ে যাবো।‘

দক্ষিণ আফ্রিকায় সিরিজে সমতা ফেরার ম্যাচে নিয়েছেন গুরুত্বপূর্ণ সাতটি উইকেট। যার মধ্যে এক ইনিংসে আছে পাঁচ উইকেট। পোর্ট এলিজাবেথে ১৬ জানুয়ারি সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে। দুই দল একটি করে ম্যাচ জিতে ১-১ সমতায় আছে সিরিজে।

ইনজুরি জিমি অ্যান্ডারসন দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর