Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার কাপের ফাইনালে এল ক্লাসিকোর সম্ভবনা


৯ জানুয়ারি ২০২০ ১৫:২১

সৌদি আরবের বাদশাহ আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে অসম্ভব এক গোল করেছেন টনি ক্রুস আর বাকি দুই গোল করেছেন ইস্কো আর লুকা মদ্রিচ। স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে বার্সেলোনা আর অ্যাতলেটিকো মাদ্রিদ শুক্রবা (১০ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত একটায় মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দলের সঙ্গে ১২ জানুয়ারি ফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

চলতি মৌসুমের প্রথম এল ক্লাসিকো অমীমাংসিত ছিল গোলশূন্য। আর এবার আবারও এল ক্লাসিকোর সম্ভবনা স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এবার নিশ্চতিভাবেই বিজয়ী হিসেবে দেখা মিলবে কোনো এক দলের। তবে তার আগে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ী হতে হবে বার্সেলোনাকে।

সৌদি আরবে প্রথম সেমি ফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে এক প্রকার উড়িয়েই দিয়েছে জিনেদিন জিদানের দল। শেষ মুহূর্তে পেনাল্টি না পেলে জয়ের ব্যবধান আরো বড় হতো লস ব্ল্যাঙ্কোসদের। জেদ্দায় এ যেন এক নতুন রিয়াল মাদ্রিদের দেখা মিলল। টানা তিন চ্যাম্পিয়নস লিগ জয়ী প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া রিয়াল মাদ্রিদের দেখা মিলল। পুরো ম্যাচ জুড়ে ভ্যালেন্সিয়াকে পাত্তায় দেয়নি জিজুর শিষ্যরা।

ম্যাচের শুরুতেই চমক দেখান জিদান। গ্যারেথ বেল আর করিম বেনজেমার ইনজুরির কারণে আক্রমণভাগের খেলোয়াড়ের সংকট ছিল জিজুর দলে। তবে সেখানেই নতুন চমক জিজুর। শুরুর একাদশে তাই তো আক্রমণভাগে কেবল এক স্ট্রাইকার লুকা জোভিচ আর তার পেছনে পাঁচজন মিড ফিল্ডার। কার্লোস ক্যাসেমিরো, ফেদেরিকো ভালভার্দে, লুকা মদ্রিচ, টনি ক্রুস এবং ইস্কো অ্যালার্কন।

জিদানের আস্থার প্রতিদানও দিয়েছেন পাঁচ মিডফিল্ডার। কর্নার থেকে সোজা শট নিয়ে অতিমানবীয় এক গোল করে দলকে প্রথম লিড এনে দেন জার্মান স্নাইপার খ্যাত টনি ক্রুস। গেল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের অ্যাসিস্টটা এখনো অনেকের চোখে লেগে থাকার কথা। বার্সেলোনার রক্ষণভাগকে অপ্রস্তুত দেখে দ্রুত কর্নার নিয়েছিলেন, সেই কর্নার থেকে গোল হজম করেই বিদায়ঘণ্টা বেজেছিল মেসিদের। ভ্যালেন্সিয়ার বিপক্ষে একই চিত্রের পুনরাবৃত্তি করে দেখালেন ক্রুস। তবে পার্থক্য কেবল একটাই, আর্নল্ড অ্যাসিস্ট করেছিলেন সেখানে টনি ক্রুস সোজা গোলই করে বসলেন কর্নার থেকে।

বিজ্ঞাপন

দারুণ খেলে ম্যাচের নিয়ন্ত্রণে থাকা রিয়াল লিড দ্বিগুণ করে ইস্কোর গোল থেকে। ম্যাচের ৩৯ মিনিটে লুকা মদ্রিচের শট এজেকিয়েল গ্যারের গায়ে লেগে ফিরলে বল পান ইস্কো। সেখান থেকে গোল করতে ভুল করেননি ইস্কো। দলকে এনে দিলেন আরো এক গোল। বিরতির পর ম্যাচের ৬৫ মিনিটে রিয়াল স্ট্রাইকার লুকা জোভিচের কাছ থেকে বল পেয়ে অবিশ্বাস্য এক ফিনিশ মদ্রিচের। আর তাতেই রিয়ালের তিন গোল, সঙ্গে নিশ্চিত ফাইনালও। এই গোলের মধ্য দিয়ে ক্যারিয়ারে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন লুকা মদ্রিচ আর চলতি সিজনে এটি তার পঞ্চম গোল।

শুক্রবার (১০ জানুয়ার) বাংলাদেশ সময় রাত একটায় বার্সেলোনা এবং অ্যাতলেটিকো মুখোমুখি। জয়ী দল রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলবে ফাইনালে। বার্সা জিতলে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকো আর অ্যাতলেটিকো জিতলে দেখা মিলবে আরো একটি মাদ্রিদ ডার্বির।

এল ক্লাসিকো বার্সেলোনা বনাম অ্যাতলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ বনাম ভ্যালেন্সিয়া স্প্যানিশ সুপার কাপ

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর