Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিস্তিনই প্রধান ‘ফোকাস’ ফুটবলারদের


৮ জানুয়ারি ২০২০ ১৯:৪৯

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে আজ থেকে শুরু হয়ে গেছে বাংলাদেশের অনুশীলন। প্রস্তুতির প্রথম দিনে ১৩জন ফুটবলারদের স্ট্রেচিং ও শারীরিক ফিটনেসের উপর কাজ করা হয়েছে। আজ বাকী ফুটবলাররাও ক্যাম্পে যোগ দিচ্ছেন। বৃহস্পতিবার থেকে কঠিন পরিশ্রমে নামবে রানা-রায়হানরা। লক্ষ্য একটাই। ফিলিস্তিন।

মঙ্গলবার ক্যাম্পে যোগ দিয়ে আজ বুধবার কমলাপুর বীরশ্রেষ্ঠশহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলনে নেমেছে জাতীয় দলের ফুটবলাররা। প্রধান কোচ জেমি ডে’র অবর্তমানে সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসের তত্ত্বাবধনে চলেছে এই ট্রেনিং। প্রথম দিনে খেলোয়াড়দের স্ট্রেচিং ও ফিজিক্যাল ফিটনেসের উপর জোর দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফিলিস্তিন ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। টুর্নামেন্টে অংশ নেয়া র‌্যাঙ্কিং বিচারে সবচেয়ে এগিয়ে আছে ফিলিস্তিন। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা। তাদেরকে নিয়েই যত কৌশল রপ্ত করায় ব্যস্ত ফুটবলাররা। মাঝমাঠের ফুটবলার সোহেল রানার কথায়, ‘ধাপে ধাপে এগিয়ে যেতে চাই। ফিলিস্তিন আমাদের প্রথম ফোকাস। এই ম্যাচ নিয়েই এগিয়ে যেতে চাই।’

আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংসের ফুটবলাররা সহ বাকী ১০ জন যোগ দিবে ক্যাম্পে। অধিনায়ক জামাল ভূঁইয়া বৃহস্পতিবার ফিরে সরাসরি ক্যাম্পে যোগ দিবেন। সবাইকে নিয়ে বৃহস্পতিবার থেকে কঠিন প্রস্তুতিতে নামবে ফুটবলাররা। সোহেলের কথায়, ‘আগামিকাল থেকে কঠিন ট্রেনিংটা হবে। মূল কাজটি হবে টেকনিক্যাল জায়গাগুলো ঠিক করা। প্রতিপক্ষ দলগুলোর শক্তি ও দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করা।’

বিজ্ঞাপন

১৫ জানুয়ারি ফিলিস্তিন ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের নতুন মিশন। মিশনটা সহজ হবে মনে করেন গোলরক্ষক আশরাফুল রানা, ‘ফিলিস্তিন ও বুরুন্ডি বেশি শক্তিশালী। ফিজিক্যালি অনেক স্ট্রং ওরা। আমরা সেরাটাই দেয়ার চেষ্টা করবো।’

‘এ’ গ্রুপের দ্বিতীয় ও সবশেষ ম্যাচটা খেলবে জামাল ভূঁইয়ারা শ্রীলঙ্কার সঙ্গে ১৯ জানুয়ারি। টুর্নামেন্টের সব ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সবগুলো ম্যাচই বিকেল ৫টায় রাখা হয়েছে। ২০ তারিখের মধ্যে গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাবে। ২২ ও ২৩ জানুয়ারি দুটি সেমি অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনালের মাধ্যমে টুর্নামেন্টের এ আসরের পর্দা নামবে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা। ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ। মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা। ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

ফিলিস্তিন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর