Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিমন্স-ইমরুলের ব্যাটিং নৈপূণ্যে জয় দিয়ে শীর্ষে চট্টগ্রাম


৭ জানুয়ারি ২০২০ ২২:১৫

শীর্ষস্থানের লড়াইয়ে জয় পেলো চট্টগ্রাম। রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৭ উইকেটের জয় নিশ্চিতের সাথে সাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করলো বন্দর নগরীর দলটি।

রাজশাহীর দেয়া ১৬৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই উইন্ডিজ ব্যাটসম্যান সিমন্স এবং গেইলের ঝড়ে বেশ দুর্দান্ত সূচনা করে চট্টগ্রাম। দলীয় ৩৫ রানে চট্টলা শিবিরে প্রথম আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। ইরফান শুক্কুরের তালুবন্দি করে থামান গেইল ঝড়।

বিজ্ঞাপন

গেইল ঝড় অল্পতে থামলেও রাজশাহীর বোলাররা থামাতে পারছিলেন না সিমন্স এবং ইমরুলকে। দুই জনে মিলে গড়েন ৮৬ রানের জুটি। সেই সাথে সিমন্স তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। এই জুটি ভাঙে কামরুল ইসলাম রাব্বির হস্তক্ষেপে সিমন্সের রান আউটের মাধ্যমে। উইকেটে নেমে ব্যর্থ হন মাহমুদউল্লাহও।

কিন্তু উইকেট আগলে ধরে ঝড় অব্যাহত রাখেন ইমরুল কায়েস। তুলে নেন ৩১ বলে এক ঝোড়ো অর্ধশতক। সেই সাথে ওয়ালটনকে সাথে নিয়ে রাজশাহীর বোলারদের ওপর চালাতে থাকেন ব্যাটিং তাণ্ডব। তাঁর এই তাণ্ডব থামে ৯ বল হাতে রেখে ৭ উইকেটে জয় নিশ্চিত করে।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লিটন দাসের অর্ধশতকে ভর করে চট্টগ্রামের সামনে ১৬৭ রানের লড়াকু লক্ষ্য ছুঁড়ে দেয় রাজশাহী রয়্যালস।

চট্টগ্রাম চ্যালঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর