লিটনের অর্ধশতকে চট্টগ্রামের বিপক্ষে লড়াকু লক্ষ্য রাজশাহীর
৭ জানুয়ারি ২০২০ ২০:৪৪
টেবিলের শীর্ষস্থান ধরে রাখার এবং বাগিয়ে নেবার লড়াইয়ে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে রাজশাহী রয়্যালস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। যেখানে রাজশাহীর লড়াইটা ছিলো শীর্ষস্থান ধরে রাখার এবং চট্টগ্রামের শীর্ষে উঠার। এমন টানটান উত্তেজনার ম্যাচে চট্টগ্রামের সামনে ১৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে রাজশাহী।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নামে রাজশাহী। রাজশাহীর আশা জাগানিয়া জুটি আফিফ-লিটনের জুটি অল্পতেই রুখে দিয়ে শুভ সূচনা করেন রুবেল হোসেন।
দলীয় ৫৩ রানে রান আউটের শিকার হয়ে ফেরেন ইরফান শুক্কুরও। তবে হাল ছাড়েননি লিটন। দুইবার জীবন পেয়ে বাগিয়ে নেন অর্ধশতক। কিন্তু ৪৫ বলে ৫৬ রানে তিনিও সাজঘরে ফেরেন জিয়াউরের শিকারে পরিণত হয়ে।
শেষ দিকে শোয়েব মালিকের ২৮, রাসেলের ২০ এবং ফরহাদ রেজার ২১ রানে ভর করে ৮ উইকেটের খরচায় ১৬৬ রান তোলে রাজশাহী। চট্টগ্রামের পক্ষে দুইটি করে উইকেট নেন রুবেল এবং জিয়াউর রহমান।
চট্টগ্রাম চ্যালঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস বঙ্গবন্ধু বিপিএল ২০১৯