Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একেই আটকে থেকে বিপিএল মিশন শেষ করলো সিলেট


৭ জানুয়ারি ২০২০ ১৭:০৩ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৮:১২

আশা জাগিয়েও পারলো না এবাদত-নাইম হাসানরা। শেষ পর্যন্ত হারই সঙ্গী হল তাদের। বঙ্গবন্ধু বিপিএলে নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের কাছে ৫ উইকেটে হেরেছে সিলেট থান্ডার। টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত জয়ের স্বাদ মাত্র একবারই পেয়েছে  তাঁরা। শেষ পর্যন্ত এই একেই আটকে থেকে বিপিএলের এবারের আসরের সমাপ্তি টানলো চায়ের দেশের দলটি।

সিলেটের দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে বড়সড় হোঁচট খায় কুমিল্লা। দ্বিতীয় ওভারেই ওপেনার ফারদিন আহমেদকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে কেড়ে নেন নাইম হাসান। এরপর ৩২ রান তুলতেই সাজঘরে ফিরে যান উপল থারাঙ্গা এবং অঙ্কন।

বিজ্ঞাপন

এরপর ডেভিড মালান এবং সৌম্য সরকারের দায়িত্বশীল ব্যাটে ভর করে কাঙ্খিত লক্ষ্যে এগিয়ে যেতে থাকে কুমিল্লা। দলীয় ১০৪ রানে মালান অর্ধশতের ইনিংস খেলে ৫৮ রানে বিদায় নিলেও ঝড় অব্যাহত রাখেন সৌম্য। তুলে নেন ব্যক্তিগত অর্ধশতকও। সেই সাথে ইয়াসির আলিকে সাথে নিয়ে ছিনিয়ে আনেন ৫ উইকেটের জয়।

ইনিংস শেষে ৩০ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন এই ব্যাটসম্যান। সিলেটের হয়ে তিনটি উইকেট নেন নাইম হাসান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে আবদুল মাজিদের ব্যাটে ভর করে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রান তোলে সিলেট থান্ডার।

কুমিল্লা ওয়ারিয়র্স বনাম সিলেট থান্ডার বঙ্গবন্ধু বিপিএল ২০১৯

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর