বিশ্বকাপের আগে ভারতে টাইগ্রেসদের ত্রিদেশীয় সিরিজ
৭ জানুয়ারি ২০২০ ১৫:১৬ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৫:৩০
দরজায় কড়া নাড়ছে আইসিসি টি-টোয়েন্টি নারী ক্রিকেট বিশ্বকাপ। ২১ ফেব্রুয়ারি সিডনিতে আয়োজক অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে নারী ক্রিকেটারদের ২২ গজের বিশ্বযুদ্ধের এবারের আসর। বাংলাদেশ নারী দল তাদের মিশন শুরু করবে ২৪ ফেব্রুয়ারি থেকে। যেখানে প্রথম ম্যাচে সালমা খাতুনদের প্রতিপক্ষ স্বাগতিক ভারত। বিশ্বকাপের সেই কঠিন মিশনের আগে নিজেদের ঝালিয়ে নিতে চলতি মাসেই ভারত সফরে যাচ্ছে আনজু জেইন শিষ্যরা। সফরে তারা ভারত ও থাইল্যান্ডের বিপক্ষে অংশ নেবে ত্রিদেশীয় সিরিজে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র মঙ্গলবার (৭ ডিসেম্বর) সারাবাংলাকে এ তথ্য দিয়েছে।
সূত্রটির দেওয়া তথ্যমতে, সিলেটে চলমান প্রস্তুতি ক্যাম্পটি শেষ হবে ১২ জানুয়ারি। এরপর ১৪ বা ১৫ জানুয়ারি নারী ক্রিকেট দল ভারতে যাবে। সেখানে স্বাগতিক ভারত ও আরেক সফরকারী থাইল্যান্ডের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।
আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ; অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, শ্রীলঙ্কা ও ভারত।
২৪ ফেব্রুয়ারি পার্থে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে সালমা, রুমানারা। ২৭ ফেব্রুয়ারি ক্যানবেরার মানুকা ওভালে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২৯ ফ্রব্রুয়ারি মেলবোর্নের জাংশন ওভালে নিউ জিল্যান্ডের মোকাবেলা করবে এশিয়া চ্যাম্পিয়নরা। আর ২ মাচ, একই ভেন্যুতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।