Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাটট্রিকেই ইতিহাস রোনালদোর


৭ জানুয়ারি ২০২০ ১১:১৭ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১১:২৫

ব্যক্তিগত ভাবে ২০১৯ সালটা বেশ খারাপই কেটেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। উয়েফার বর্ষসেরা ফুটবলার, ফিফার বর্ষসেরা ফুটবলার আর ব্যালন ডি অর ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে তিনটি ব্যক্তিগত শিরোপায়। আর তাতেই যেন তেড়েফুড়ে উঠেছেন ক্রিস্টিয়ানো। বছরের প্রথম ম্যাচে জুভেন্টাসের হয়ে খেলতে নেমেই গড়ে ফেললেন ইতিহাস। ইতালিয়ান সিরি আ’তে ২০২০ সালের প্রথম ম্যাচে খেলতে নেমে ক্যালিয়ারির বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৪-০’তে জিতেছে জুভেন্টাস। আর তাতেই ইতিহাসের পাতায় নতুন করে লেখা হলো রোনালদোর ইতিহাস।

বিজ্ঞাপন

                                                 আরও পড়ুন: বুট জোড়া তুলে রাখলেন কিংবদন্তী ডি রসি

নতুন বছর আর রোনালদোর নতুন এক রেকর্ড। আগামী ফেব্রুয়ারিতে ৩৫ বছরে পা রাখবেন রোনালদো। তবে বয়স? সেটা তো রোনালদোর কাছে এখন কেবল মাত্র একটি সংখ্যা। আর তাই তো বয়সকে বুড়ো আঙুল দেখানো রোনালদোর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ বছর কমপক্ষে একটি করে গোল করলেন রোনালদো। আর সেই সঙ্গে ইতিহাসের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা আর সিরি আ’তে হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন রোনালদো। তার আগে চিলির স্ট্রাইকার অ্যালিক্সিস সানচেজ গড়েছেন এই রেকর্ড।

ক্রিস্টিয়ানো রোনালদো ২০০৩ সাল থেকে শুরু করে ২০২০ পর্যন্ত ইউরোপের সেরা পাঁচ লিগে টানা ১৮ বছর ধরে প্রতি বছরই কমপক্ষে একটি করে গোল করেছেন। আর এখানেই রোনালদোর ইতিহাস গড়া শেষ নয়, প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে ইতালিয়ান সিরি আ’তে করেছেন হ্যাটট্রিক। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ৩৬টি লিগ হ্যাটট্রিক করা একমাত্র ফুটবলারও বনে গেছেন রোনালদো। ২০০৮ সালের পরে লিগে এত হ্যাটট্রিক কেউ পাননি। লিগে হ্যাটট্রিক করার দিক দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর সব থেকে কাছে রয়েছেন লিওনেল মেসি। লা লিগায় লিওনেল মেসির হ্যাটট্রিক সংখ্যা ৩৪টি।

মেসি রোনালদোর পর এই তালিকার তৃতীয় স্থানে আছেন লুইস সুয়ারেজ। উরুগুয়ের এই স্ট্রাইকার করেছেন ১৬টি হ্যাটট্রিক। ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে সর্বোচ্চ হ্যাটট্রিক করা ফুটবলারও ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি সব মিলিয়ে করেছেন মোট ৫৬টি হ্যাটট্রিক।

রোনালদো যেসব টুর্নামেন্টে খেলেছেন তার মধ্যে প্রায় সবগুলো টুর্নামেন্টেই হ্যাটট্রিক করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগ, লা লিগা, ইতালিয়ান সিরি আ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, বিশ্বকাপ আর ইউরো বাছাইপর্বের সঙ্গে আরও আছে কোপা দেল রে, ফিফা ক্লাব বিশ্বকাপে আছে ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিক।

বিজ্ঞাপন

ইতালিয়ান সিরি আ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ ফুটবলার রেকর্ড হ্যাটট্রিক

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর