Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট গড়িয়ে আবারও ঢাকায় বিপিএল


৬ জানুয়ারি ২০২০ ১৭:৫৯

দেশের তিনটি ভেন্যুতে এবারের বঙ্গবন্ধু বিপিএল আয়োজিত হচ্ছে। ঢাকায় এরই মধ্যে দুই পর্বের খেলা সম্পন্ন হয়েছে, চট্টগ্রামের পর্বেরও সমাপ্তি ঘটেছে ২৪ ডিসেম্বর, এবার সিলেট পর্ব শেষ করে বিপিএলের শেষ পর্বের জন্য প্রস্তুত মিরপুর। আগামীকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিপিএলের গ্রুপ পর্বের বাকি ৮ ম্যাচ এবং সেই সঙ্গে প্লে অফ আর ফাইনাল খেলা দিয়ে শেষ হবে বঙ্গবন্ধু বিপিএলের এবারের আসর।

চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ৮ ম্যাচ শেষে সিলেটে গড়িয়েছিল বিপিএল। সেখানে মোট ৬ ম্যাচ খেলা হয়েছে। সিলেট ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট খেলেছে সর্বোচ্চ তিনটি ম্যাচ। শনিবার (৪ জানুয়ারি) বিপিএলের সিলেট পর্বেরও সমাপ্তি ঘটেছে। আর মঙ্গলবার (৭ জানুয়ারি) শুরু হবে ঢাকায় বিপিএলের শেষ পর্ব।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দু’টি দল বিপিএলের প্লে অফ নিশ্চিত করেছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। দুই দলই সমান ১০ ম্যাচ খেলে ৭টিতে জিতেছে আর হেরেছে ৩টি ম্যাচে। সমান সংখ্য ১৪ পয়েন্ট নিয়েও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে রাজশাহী রয়্যালস আর দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এছাড়া ৯ ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন আর সমান সংখ্যক ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্টে চতুর্থ স্থানে আছে খুলনা টাইগার্স।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট থান্ডার ও কুমিল্লা ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর রাজশাহী রয়্যালস পৃথক দুই ম্যাচে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে সিলেট মুখোমুখি হবে কুমিল্লার আর সন্ধ্যা সাড়ে ছয়টায় লড়বে রাজশাহী এবং চট্টগ্রাম।

বিজ্ঞাপন

চট্টগ্রাম চ্যালঞ্জার্স বনাম রাজশাহী রয়্যালস চট্টগ্রাম পর্ব ঢাকা পর্ব বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সিলেট থান্ডার বনাম কুমিল্লা ওয়ারিয়র্স সিলেট পর্ব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর