Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা


৬ জানুয়ারি ২০২০ ১৬:৫০ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ১৮:৫৪

ঢাকা: মুজিববর্ষ উদযাপনে আয়োজন করা আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামাল ভূঁইয়াকে অধিনায়ক করে দল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ দল ঘোষণা করা হয়।

বিশ্বকাপ বাছাইয়ে ওমান ম্যাচে বাংলাদেশের যে স্কোয়াড ছিল সেই দল থেকে দু’জনকে বাদ দেয়া হয়েছে। নতুন মুখ হিসেবে রয়েছে একজন।

বিজ্ঞাপন

বাদ পড়া দু’জন হলেন বসুন্ধরা কিংসের বিপলু আহমেদ ও সাইফ স্পোর্টিং ক্লাবের ইয়াসিন আরফাত। দলে নতুন মুখ চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার মানিক মোল্লা। ইন্জুরি থেকে দলে ফিরছেন বসুন্ধরা কিংসের তপু বর্মণ।

আগামিকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে জাতীয় ফুটবলারদের রিপোর্ট করতে বলা হয়েছে। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হবে বলে জানানো হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড:

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহীদুল আলম সোহেল ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: তপু বর্মন, ইয়াসিন খান, সুশান্ত ত্রিপুরা, রায়হান হাসান, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান ও রহমত মিয়া, বিশ্বনাথ ঘোষ।

মধ্যমাঠ: রবিউল হাসান, সাদ উদ্দিন, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, জামাল ভূঁইয়া ও মানিক হোসেন মোল্লা।

ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, মোহাম্মদ ইব্রাহিম, নবীব নেওয়াজ জীবন, আরিফুর রহমান ও রাকিব হোসেন।

২৩ সদস্যের দল ঘোষণা জামাল ভূঁইয়া বঙ্গবন্ধু গোল্ডকাপ ২০২০ বাফুফে বাংলাদেশ দল ঘোষণা বাংলাদেশ ফুটবল ফেডারেশন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর