২০২১ সালের এএফসি নিশ্চিত কিংসের, ১৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা
৫ জানুয়ারি ২০২০ ২০:১১ | আপডেট: ৬ জানুয়ারি ২০২০ ০২:৪৪
ঢাকা: সদ্য শেষ হওয়া টিভিএস ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ২০২১ সালের এএফসি কাপ খেলা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার কারণে এ বছরের এএফসি কাপে খেলতে চলেছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ের দলটি। এদিকে ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় দলের জন্য ১৫ লাখ পুরস্কার ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।
পড়ুন: রহমতগঞ্জকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা কিংসের
ইতোমধ্যে এ বছরের এএফসি কাপে প্রতিপক্ষ পেয়ে গেছে বসুন্ধরা কিংস। ফেব্রুয়ারি থেকে শুরু হবে গ্রুপ পর্বের দামামা। তার আগে পরের এএফসি কাপে খেলা নিশ্চিত করে ফেলেছে কলিন্দ্রেস-মতিনরা।
এদিকে রহমতগঞ্জকে হারিয়ে এবারের মৌসুমের প্রথম শিরোপা ঘরে তোলায় দলের জন্য ১৫ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে বসুন্ধরা কিংস। ক্লাবের সভাপতি ইমরুল হাসান জানান, ‘আমরা গতবার টুর্নামেন্টটা জিততে পারিনি। এবার জিতে কোটা পূরণ হয়েছে। এই ধারা অব্যাহত থাকবে আশা করি। খেলোয়াড়সহ পুরো দলকে অনুপ্রেরণা করতে ১৫ লাখ টাকা পুরস্কার দেয়া হবে।’
এদিকে ফেডারেশন কাপটা আসন্ন এএফসি কাপের প্রস্তুতি হিসেবে মনে করছেন দলের প্রাণ ভোমরা দ্যানিয়েল কলিনদ্রেস, ‘এ শিরোপা জিতে ভালো প্রস্তুতি হচ্ছে আমাদের। দলের সবাই এএফসি কাপ খেলতে মুখিয়ে আছে। প্রথম ধাপ হিসেবে ফেডারেশন কাপ জিতে আমরা খুশি।’
চ্যাম্পিয়নশিপ লিগ জিতে গত বছর অভিষেক করেই বসুন্ধরা কিংস একেধারে বিপিএল স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুলেছে। এবার ফেডারেশন কাপ জেতার মধ্য দিয়ে আক্ষেপ মেটাল তারা। সঙ্গে ২০২১ সালের এএফসি কাপও নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নরা।
এএফসি কাপ নিশ্চিত চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস টপ নিউজ ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস