রহমতগঞ্জকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা কিংসের
৫ জানুয়ারি ২০২০ ১৮:০৯ | আপডেট: ৫ জানুয়ারি ২০২০ ২০:১১
ঢাকা: একদিকে ইতিহাস গড়ার সুযোগ ছিল রহমতগঞ্জের সামনে। অন্যদিকে গত মৌসুমে অভিষেক হওয়ার পর স্বাধীনতা কাপ ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলেও আক্ষেপ ছিল ফেডারেশন কাপের। রহমতগঞ্জকে ইতিহাস গড়তে দেয়নি কিংস। ফেডারেশন কাপ জিতে আক্ষেপ মিটিয়ে দেশের এই মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার (৫ জানুয়ারি) ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচ রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা উল্লাস করে কিংস। জোড়া গোল করেছে কোস্টারিকান ফুটবলার ড্যানিয়েল কলিনদ্রেস।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বসুন্ধরা। কিন্তু কর্নার কিক থেকে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস দেলমন্তের হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন রহমতগঞ্জের ডিফেন্ডার নাহিদ।
১৪তম মিনিটে সহজ গোলের সুযোগ পায় রহমতগঞ্জ। তুরায়েভের পাস থেকে ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান সোহেল মিয়া। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন। তার নেয়া শট ফিরিয়ে দেন বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমান জিকো।
তবে প্রথমার্ধের শেষভাগে সাফল্যের দেখা পায় বসুন্ধরা। ৪১তম মিনিটে ডি-বক্সের ডান দিকে দিয়ে বিশ্বনাথ ঘোষের ক্রস থেকে হেডে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন কোস্টারিকান ফরোয়ার্ড কলিন্দ্রেস। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বসুন্ধরা কিংস।
বিরতির পর গোল করতে মরিয়া রহমতগঞ্জ ব্যবধান কমায় দারুণ একটি সুযোগ তৈরি করে। ৬৩ মিনিটে শাহেদুল আলমের কর্নার থেকে দারুণ হেডে বল জালে জড়ায় মমদো বাহ।
সমতায় থাকা ম্যাচটা এবার নিজেদের দখলে নিতে শুরু করে কিংস। ৬৮ মিনিটে মতিন মিয়া ড্রিবলিং করে ডি বক্সের ভেতর থেকে এগিয়ে দেন সুফিলকে। স্থানীয় এই আক্রমণভাগের ফুটবলারের দুই দুটি শট দারুণভাবে আটকে দেন রহমতগঞ্জের গোলরক্ষক লিটন।
৭৬ মিনিটে আবার ম্যাচের লিড ধরে কিংস। গোলরক্ষক লিটনের ভুলে খেসারত দিতে হয়েছে রহমতগঞ্জকে। সতীন্দ্র ডিফেন্ডার কামারা বল ঠেলে দেন লিটনের কাছে। বলটা নিয়ন্ত্রণে নিয়ে শট নেয়ার আগেই কলিনদ্রেস বল লুফে নিয়ে একেবারে ফাঁকা বারে বল ঠুকে দেন। গোলরক্ষক লিটনের দাঁড়িয়ে দেখা ছাড়া কোন উপায় ছিল না।
এ জয়ে প্রথমবারের মতো ফেডারেশন কাপের শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। আর ৮৬ বছর পর ফাইনালে ওঠে শিরোপা ছুঁয়ে দেখা হয়নি রহমতগঞ্জের।
চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফেডারেশন কাপ বসুন্ধরা কিংস বনাম রহমতগঞ্জ