ভারত-পাকিস্তানের সুসম্পর্ক গড়তে পারবেন কেবল সৌরভ: লতিফ
৪ জানুয়ারি ২০২০ ১৬:৩৬ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ১৬:৪৭
২০০৯ সাল থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ ছিলো, ২০১৯ সালে শ্রীলঙ্কার সফরের মধ্য দিয়ে অবসান ঘটে সেই দুর্দশার। তবে ক্রিকেট বিশ্বের বড় দুই পরাশক্তি ভারত আর পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ সেই ২০০৭ সালে। এরপর দীর্ঘ ১২ বছরেও দু’দেশের মধ্যে আয়োজিত হয়নি কোনো দ্বিপাক্ষিক সিরিজ। আর তারও এক বছর আগে শেষবার ভারতীয় দল সফর করেছিল পাকিস্তানে।
এরপর থেকে দু’দেশের মধ্যকার রাজনৈতিক সম্পর্কের কেবল ঘটেছে অবনতিই। আর তাই তো কূটনৈতিক সম্পর্কের সঙ্গে সঙ্গে দুই দেশের মধ্যে ছিন্ন হয়েছে ক্রিকেটীয় সম্পর্কও। আর এই সম্পর্ক আবারও আগের জায়গায় ফিরিয়ে আনতে বিসিসিআই’র সভাপতি সৌরভ গাঙ্গুলির দিকেই তাকিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় লতিফ বলেন, ‘২০০৪ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানে সফর করতে আগ্রহী ছিলো না। তখন সৌরভ গাঙ্গুলিই বিসিসিআইকে অনুরোধ করেছিলো পাকিস্তানে সফর করার জন্য।‘
কেবল সৌরভের দিকেই তাকিয়ে নেই রশিদ লতিফ। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহি ওয়াসিম খানকেও অনুরোধ জানিয়েছেন এই দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করতে।
লতিফ আরও বলেন, ‘সারা বিশ্ব ভারত পাকিস্তানের মধ্যকার ক্রিকেট সিরিজ দেখতে চায়। এখানে সব থেকে বড় ভূমিকা রাখতে পারে সৌরভ গাঙ্গুলি। কেবল সিরিজ আয়োজনের মধ্য দিয়েই দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয় সম্ভব। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকেও নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের জন্য।‘
ক্রিকেটীয় সম্পর্ক পিসিবি বিসিসিআই ভারত-পাকিস্তান রশিদ লতিফ সৌরভ গাঙ্গুলি