ক্রিকেটারদের ফুটবল নিষিদ্ধ করলো ইংল্যান্ড
৪ জানুয়ারি ২০২০ ০৯:২৭ | আপডেট: ৪ জানুয়ারি ২০২০ ০৯:৫৬
ক্রিকেটারদের অনুশীলনের সময় ফুটবল খেলে শরীর গরম করার দৃশ্য খুবই পরিচিত। কিন্তু এই ফুটবল খেলা নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের বিতর্ক চলে আসছিলো অনেক আগে থেকেই। তাঁরা আশঙ্কা করতেন যে এতে শরীর গরমের চেয়ে ইনজুরিতে পরার সম্ভাবনা থাকে বেশি।
বিশেষজ্ঞদের আশঙ্কা যেন সত্যি প্রমাণ করে দিলেন ইংলিশ ক্রিকেটার ররি বার্নস। অনুশীলনের সময় ওয়ার্ম আপ করতে গিয়ে ফুটবল খেলার সময় লিগামেন্টের ইনজুরিতে পড়েন তিনি। যার ফলে ক্রিকেট দলের অনুশীলনে ওয়ার্ম আপের অংশ হিসেবে ফুটবল খেলা নিষিদ্ধ ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
ইংল্যান্ডের পুরুষ ক্রিকেট দলের পরিচালক অ্যাশলে জাইলস এমনিতেই বিরোধী ছিলেন অনুশীলনের সময় ফুটবল খেলার। বার্নসের এই চোটে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে পরায় তিনি আর দেরি করেননি। হেড কোচ ক্রিস সিলভারউডের সাথে পরামর্শ করে নিষেধাজ্ঞা আরোপ করেন ফুটবলের ওপর।
এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে চোট পান জনি বেয়ারস্টো। জো ডেনলি ও জেমস অ্যান্ডারসনও ফুটবল খেলে গা গরম করতে গিয়ে চোটে পড়েছিলেন।