Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াটসন ঝড়ে সিলেটের সামনে রান পাহাড় দাঁড় করালো রংপুর


৩ জানুয়ারি ২০২০ ২১:১০

অবশেষে বিপিএল দর্শকেরা দেখা পেলো ওয়াটসন ঝড়ের। সিলেটে গিয়ে সিলেটের বিপক্ষেই ঝড় তুললেন রংপুর রেঞ্জার্সের অধিনায়ক অজি ব্যাটসম্যান শেন ওয়াটসন। সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেট থান্ডারের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তুলে রংপুর রেঞ্জার্স।

দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে সফরকারী রংপুরকে ব্যাট করতে পাঠায় স্বাগতিক সিলেট। ব্যাট করতে নেমে দুই ওপেনার মোহাম্মদ নাইম এবং ওয়াটসনের ঝড়ো ব্যাটিংয়ে দল শুরুতেই পায় ৭৭ রানের উদ্বোধনী জুটি। সেই জুটি ভাঙেন মনির হোসেন; মোহাম্মদ নাইমকে ফিরিয়ে।

বিজ্ঞাপন

নাইমের বিদায়ে বিচলিত হননি তাঁর সঙ্গী ওয়াটসন। ডেলপোর্টকে সাথে নিয়ে চালিয়ে যেতে থাকেন ব্যাটিং তাণ্ডব। তুলে নেন আবারের আসরের ব্যক্তিগত প্রথম অর্ধশতক। কিন্তু দলীয় ১৩৮ রানে পরপর দুই বলে এই দুই ব্যাটসম্যানকে ফেরান এবাদাত হোসেন।

পরপর দুই ব্যাটসম্যানের বিদায় কোনো প্রভাবই ফেলেনি রংপুরের শিবিরে। ব্যাট করতে নেমেই ঝড়ো ইনিংস খেলেন লুইস গ্রেগরি, মোহাম্মদ নাবী এবং ফজলে মাহমুদ। তাদের ব্যাটে ভর করে সিলেটের সামনে ২০০ রানের লক্ষ্য দাঁড় করায় রংপুর রেঞ্জার্স। ইনিংস শেষে অপরাজিত থাকেন ফজলে মাহমুদ (১৬) এবং আল আমিন (০)।

বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ সিলেট থান্ডার বনাম রংপুর রেঞ্জার্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর